মেট্রোপলিটন ইউনিভার্সিটি বন্ধুসভার পাঠের আসর

সিলেট বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারে মেট্রোপলিটন ইউনিভার্সিটি বন্ধুসভার পাঠের আসরছবি: বন্ধুসভা

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘শ্রেষ্ঠ প্রেমের গল্প’ বই নিয়ে পাঠচক্রের আসর করেছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি বন্ধুসভা। ১১ মে বিকেলে সিলেট বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারে এটি অনুষ্ঠিত হয়।

পাঠচক্র শেষে সিলেট বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের সামনে মেট্রোপলিটন ইউনিভার্সিটি বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

পাঠচক্রে সিলেট বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের উপপরিচালক দিলীপ কুমার সাহা বলেন, ‘জ্ঞানার্জনের জন্য বই পড়ার বিকল্প নেই। এই প্রজন্মকে বই পড়ার প্রতি আকৃষ্ট করতে ও গ্রন্থাগারমুখী করার জন্য বন্ধুসভার এ ধরনের কার্যক্রম বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করি।’

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক সাফাত আহমদের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক সিরাজাম মুনিরাসহ মেট্রোপলিটন ইউনিভার্সিটি বন্ধুসভার বন্ধুরা।