‘নেতৃত্বের পালাবদল হয়, কিন্তু পাঠচক্রের পালাবদল হয় না’

ভৈরব বন্ধুসভার ১৯২তম পাঠের আসরছবি: বন্ধুসভা

‘নেতৃত্বের পালাবদল হয়, কিন্তু পাঠচক্রের পালাবদল হয় না।’ পাঠচক্র প্রসঙ্গে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা এ কথা বলেন। সত্যিই তা–ই, প্রতিবছর ভৈরব বন্ধুসভার নেতৃত্বের পরিবর্তন হলেও এর ধারাবাহিক আয়োজন পাঠচক্র কখনো থেমে থাকে না। এক-দুই করে পাঠচক্রের সংখ্যা এখন প্রায় দুই শর কাছাকাছি।

৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয় বিশেষ পাঠচক্র। এটি ভৈরব বন্ধুসভার ১৯২তম দলগত পাঠের আসর। আলোচনা করা হয় প্রমথ চৌধুরীর ‘বই পড়া’ প্রবন্ধের কিছু গুরুত্বপূর্ণ অংশ। যেখানে বলা হয়েছে, ‘ধর্মের চর্চা চাইকি মন্দিরের বাইরেও করা চলে, দর্শনের চর্চা গুহায়, নীতির চর্চা ঘরে এবং বিজ্ঞানের চর্চা জাদুঘরে; কিন্তু সাহিত্যের চর্চার জন্য লাইব্রেরি। আমাদের মানতেই হবে, সাহিত্যের মধ্যেই আমাদের জাত মানুষ হবে। তাই যত বেশি লাইব্রেরি প্রতিষ্ঠা করা হবে, দেশের তত বেশি উপকার হবে।’

বই পড়া ও গ্রন্থাগারের প্রয়োজনীয়তা বোঝাতে সচেতনতা তৈরির লক্ষ্যে আমন্ত্রণ জানানো হয় ভৈরব প্রেসিডেন্সি মডেল স্কুলের শিক্ষার্থীদের। তারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ ও নিজেদের মতামত ব্যক্ত করে। স্কুলটির কয়েকজন শিক্ষক পূর্বেও ভৈরব বন্ধুসভার পাঠচক্রে অংশ নিয়েছেন। এতে অনুপ্রাণিত হয়ে তাঁরা শিক্ষার্থীদের নিয়ে পাঠচক্রের আয়োজন করছে নিয়মিত।

পাঠচক্রটি সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক নাফিস রহমান। সরাসরি সম্প্রচারিত হয় ভৈরব বন্ধুসভার ফেসবুক পেজ থেকে। লাইভ সম্পাদনায় ছিলেন সহসাংগঠনিক সম্পাদক সামির রহমান। ম্যাগাজিন সম্পাদক তাবাসসুম কায়সার প্রমথ চৌধুরী সম্পর্কে জানান এবং কার্যনির্বাহী সদস্য প্রিয়াংকা ও মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক আফিফুল মাহিন নির্ধারিত বিষয় নিয়ে আলোচনা করেন। উপদেষ্টা লুবনা হক ও সুমাইয়া হামিদ বিষয়টি নিয়ে গভীর আলোকপাত করেন। অন্যরাও আলোচনায় অংশ নেয়।

পাঠচক্র শেষে ভৈরব বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

ভৈরব প্রেসিডেন্সি মডেল স্কুলের প্রধান শিক্ষক আবদুল হক বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা এ আয়োজনে অংশ নিতে পেরে অত্যন্ত আনন্দিত। আমরা চাই, ভৈরব বন্ধুসভা আমাদের স্কুলেও একটি পাঠচক্র আয়োজন করুক, যাতে শিক্ষার্থীরা বেশি বেশি বই পড়ার প্রতি আগ্রহী হয়।’

আলোচনার শেষে অংশগ্রহণকারীদের জন্য কুইজ পর্ব অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এরফান হোসেন। কুইজ বিজয়ীরা হলো মিরা, প্রতিভা ও আলফি। উপহার হিসেবে তাদের হাতে কিশোর আলো ম্যাগাজিন তুলে দেওয়া হয়।

সভাপতি জান্নাতুল মিশুর সমাপনী বক্তব্যের মাধ্যমে পাঠচক্র শেষ হয়।

জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক, ভৈরব বন্ধুসভা