বৈশাখী মেলায় বন্ধুদের বইয়ের স্টল

বৈশাখী মেলায় বাগেরহাট বন্ধুসভার বইয়ের স্টলছবি: বন্ধুসভা

একদিকে নাগরদোলার ক্যাচ ক্যাচ শব্দ, অন্যদিকে তুমুল আওয়াজে বেজে যাচ্ছে গান। ছোট ছেলেমেয়েরা রাঙা হাতে–পায়ে ছুটছে এদিক–সেদিক। বাংলার চিরাচরিত রূপে বাগেরহাট জেলা প্রশাসন আয়োজন করে বৈশাখী মেলা। মানুষের উচ্ছ্বাস আর রৌদ্রের খরতাপ দুটোই তুঙ্গে। সদ্য আগত বৈশাখ মাসও তা আন্দাজ করতে পেরে বিকেলেই শুরু করে দিল কালবৈশাখী। ঝড় আর বৃষ্টিতে ভিজে মেলা প্রাঙ্গণ হয়ে ওঠে শীতল স্নিগ্ধ।

বৃষ্টি থামতেই মানুষের ঢল নামে মেলার মাঠে। বিভিন্ন স্টলে জমতে থাকে ভিড়। কেউ খাচ্ছে ফুচকা-চটপটি, তো কেউ কিনছে খেলনা বা প্রসাধনী। একটু ব্যতিক্রমী একটা স্টল। সেখানে ভিড়টাও একটু যেন বেশি। স্টলটি বাগেরহাট বন্ধুসভার। সাজিয়েছে বইয়ের ডালা দিয়ে। প্রথমা প্রকাশনের সহযোগিতায় বৈশাখী মেলায় বইয়ের স্টল নিয়ে হাজির হয়েছে বইপ্রেমীদের কাছে। বিভিন্ন বয়সী ক্রেতা–দর্শনার্থীদের ভিড়ে জমজমাট থাকে স্টল প্রাঙ্গণ।

বৈশাখী মেলায় বাগেরহাট বন্ধুসভার বইয়ের স্টল

ছোট্ট শিশু হুমায়রা বই ঘাঁটতে ঘাঁটতে খুঁজে পায় তার প্রিয় বই ‘গুড্ডুবুড়া’কে। বইটি কিনে সন্তানকে উপহার দেন তার মা–বাবা। সন্তানের মিষ্টি হাসি ভরিয়ে দেয় তাঁদের হৃদয়।

প্রথমা প্রকাশনের দেড় শতাধিক লেখকের বিভিন্ন বই দিয়ে সাজানো হয় স্টলটি। ছিল রাজনৈতিক, সামাজিক, অর্থনীতি, ইতিহাসসহ সাহিত্য-সংস্কৃতি আর ছোটদের বইয়ের সম্ভার। দিনব্যাপী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমাগম থাকে স্টলে। প্রথম আলো বাগেরহাট প্রতিনিধি সরদার ইনজামামুল হক আসেন পরিবার নিয়ে। তাঁর শিশুসন্তান ইলিজাও বন্ধুদের দেখাদেখি বই সাজিয়ে দিতে সাহায্য করে।

বাগেরহাটে বৈশাখী মেলা চলবে সাত দিনব্যাপী। অনেক অনেক স্টলের মধ্যে একমাত্র ব্যতিক্রমী বইয়ের স্টলটিও থাকবে পুরো সময়জুড়ে।

সভাপতি, বাগেরহাট বন্ধুসভা