নাটোরের কাদিরাবাদ সেনানিবাসের পার্শ্ববর্তী গ্রাম তালতলায় বাড়ি আরিফ হোসেনের। তিনি পেশায় একজন রংমিস্ত্রি। তাঁর নিজস্ব কোনো জমিজমা নেই। সম্প্রতি বিদ্যুৎ-সৃষ্ট আগুনে বাড়িঘরও পুড়ে যায়।
প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি ভালো কাজের অংশ হিসেবে আরিফ হোসেনের বাড়ি মেরামত বাবদ নগদ ১২, হাজার টাকা সহায়তা করেছে বাউয়েট বন্ধুসভা। আজ বৃহস্পতিবার তাঁর হাতে এই অর্থ তুলে দেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুজ্জামান।
উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুজ্জামান বলেন, ‘বাউয়েট বন্ধুসভা একের পর এক ভালো কাজ করে যাচ্ছে। কিছুদিন আগে রমজান মাসে তারা সমাজের পিছিয়ে পড়া মানুষদের ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করেছে। পরিবেশ শীতল রাখতে তারা বৃক্ষরোপণও করেছে। আশা রাখছি, বিশ্ববিদ্যালয়ের পক্ষে বাউয়েট বন্ধুসভার এমন জনকল্যাণমুখী ও সমাজসেবামূলক কাজ অব্যাহত থাকবে।’
এর আগে ভালো কাজের জন্য বন্ধুসভার বন্ধুদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে অনুদান দেন। বাউয়েট বন্ধুসভার উপদেষ্টা হামিদুর রহমান সেগুলো আজ বেলা ১১টার দিকে উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুজ্জামানের হাতে তুলে দেন।
সভাপতি, বাউয়েট বন্ধুসভা