প্রথম আলো পাঠকদের সৃজনশীল হতে সহযোগিতা করে

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনছবি: বন্ধুসভা

‘প্রথম আলো প্রতিষ্ঠার পর থেকেই জনস্বার্থকে গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশ করে আসছে। তারা সত্য বলে। প্রথম আলো শুধু নির্ভীক সাংবাদিকতাই করে না, তারা আরও নানা কাজের সঙ্গে যুক্ত। এসবের মাধ্যমে প্রথম আলো পাঠকদের সৃজনশীল হতে সহযোগিতা করে।’ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ কথা বলেন বক্তারা।

৫ নভেম্বর এ অনুষ্ঠানের আয়োজন করে জাককানইবি বন্ধুসভা। জাতীয় সংগীতের মাধ্যমে মূল পর্ব শুরু হয়। স্বাগত বক্তব্য দেন জাককানইবি বন্ধুসভার সাধারণ সম্পাদক সাব্বির মিয়া। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক শেখ সুজন আলী, হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের সহকারী অধ্যাপক নাহিদুল ইসলাম ও মার্কেটিং বিভাগের প্রভাষক সুমনা আক্তার সুমি।

অধ্যাপক শেখ সুজন আলী বলেন, ‘প্রথম আলো শুধু পত্রিকার মধ্যে সীমাবদ্ধ থাকেনি। তারা কিশোর আলো, বিজ্ঞানচিন্তার মতো প্রকাশনার মাধ্যমে শিশু ও তরুণদের সৃজনশীল করে তুলছে। অনলাইন প্রকাশনার মাধ্যমে সারা পৃথিবীর বাংলা ভাষার মানুষের কাছে দেশের খবর পৌঁছে দিচ্ছে। আশা করি সামনের দিনে প্রথম আলো আরও এগিয়ে যাবে।’

সহকারী অধ্যাপক নাহিদুল ইসলাম বলেন, প্রথম আলো সবার কথা ভাবে। সামাজিক কাজও করে থাকে শিক্ষার্থীদের মাধ্যমে। নানা আলোচনা–সমালোচনাকে পাশ কাটিয়ে এগিয়ে যাচ্ছে তারা।

আরও বক্তব্য দেন মার্কেটিং বিভাগের প্রভাষক সুমনা আক্তার সুমি ও জাককানইবি বন্ধুসভার সভাপতি সাকিবুল হাসান। অতিথিদের আলোচনায় উঠে আসে, দেশের ও বৈশ্বিক নানা ধরনের সংকট ও চাপের মধ্যেও প্রথম আলো সাহসী সাংবাদিকতা করছে। দেশের সাধারণ মানুষের সংকট ও সম্ভাবনার কথা তুলে ধরছে। আশা করি আগামী দিনে প্রথম আলো আরও ভালো করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাককানইবি বন্ধুসভার সহসভাপতি তৈয়বা নুসরাত, যুগ্ম সাধারণ সম্পাদক রাবেয়া আক্তার, তামান্না ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক আফরিন রহমান, অর্থ সম্পাদক আকিব হোসেন, দপ্তর সম্পাদক কর্ণজয় ত্রিপুরা, প্রচার সম্পাদক পুষ্পিতা শেখসহ অন্য বন্ধুরা।

সাধারণ সম্পাদক, জাককানইবি বন্ধুসভা