সাধারণ জনগণের কাছে সদর জেনারেল হাসপাতাল যেন এক ভোগান্তির নাম। দূর পল্লি থেকে এসে বিশাল বিশাল ভবনের ভেতর কোথায় নিজের প্রয়োজন, সেটা খুঁজে পাওয়া দায়। কেমন হবে যদি হাসপাতালে ঢুকতেই চোখের সামনে ঝুলতে দেখা যায় দিকনির্দেশনাসংবলিত তথ্যচিত্র!
প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি ভালো কাজের অংশ হিসেবে যশোরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বরে দিকনির্দেশনামূলক তথ্যচিত্র স্থাপন করেছে যশোর বন্ধুসভা। একই সঙ্গে হাসপাতাল চত্বরে বন্ধুরা কড়া রোদ ও বৈরী আবহাওয়ার আশঙ্কা উপেক্ষা করে সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত রোগীদের সহযোগিতায় আত্মনিয়োগ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা শহিদুল ইসলাম।
হাসপাতালে রোগীদের সহযোগিতামূলক কার্যক্রম বন্ধুদের ভেতর এক নতুন অভিজ্ঞতার সঞ্চার ঘটায়। দিকনির্দেশনামূলক তথ্যচিত্রটি কিছুটা হলেও রোগীদের জন্য স্বস্তির কারণ হলো। হাসপাতালের ইন্টার্নি চিকিৎসক শোয়াইব মোর্শেদ বলেন, দিকনির্দেশনামূলক তথ্যচিত্রটি হাসপাতালে আসা মানুষের অনেক উপকারে আসবে।
২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল যশোরের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশীদের সহযোগিতায় হাসপাতাল চত্বরে এ উদ্যোগ বাস্তবায়ন করেন বন্ধুরা। ব্যানার স্থাপনকালে উপস্থিত ছিলেন ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আরএমও ডা. বজলুর রশিদ, বন্ধুসভার বন্ধু সাইদুর রহমান, সভাপতি মুরাদ হোসেন, সাধারণ সম্পাদক হামিদা হিমুসহ অন্য বন্ধুরা।
সাধারণ সম্পাদক, যশোর বন্ধুসভা