‘ঈদের দিন গায় দ্যাবো’

খুলনা বন্ধুসভার সহমর্মিতার ঈদছবি: বন্ধুসভা

ঘড়ির কাঁটায় তখন বেলা এগারোটা। খুলনা নিউমার্কেট এলাকার আন নূর নূরানী স্কুলের চার বছর বয়সী আশা এসেছিল বাবার সঙ্গে। বাবা দিনমজুর। সামান্য আয়ে চার সন্তান, স্ত্রী ও মায়ের সংসার চালাতে হয়। একদিন কাজ করলে পরের দুদিন কাজের অভাবে বসে থাকতে হয়। আশার মা গৃহিণী। দাদির হার্ট ব্লক হয়ে যাওয়া চিকিৎসার খরচ বহন করতে বাবাকে হিমশিম খেতে হয় প্রতিনিয়ত। নতুন জামা দিয়ে কী করবে, জানতে চাইলে আশা মুচকি হাসি দিয়ে বলে, ‘ঈদের দিন গায় দ্যাবো।’

কিশোর সুমনের বয়স বারো বছর। বাবা বেঁচে নেই। মা পরের বাড়ি কাজ করে। সুমন স্থানীয় মাদ্রাসায় পড়ে। তাকেও নতুন জামা দেওয়া হয়েছে। জাতীয় পরিচালনা পর্ষদের আহ্বানে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার আশা ও সুমনের মতো অর্ধশতাধিক শিশু-কিশোর ও স্বল্প আয়ের মানুষকে রঙিন জামা উপহার দিয়েছে খুলনা বন্ধুসভা।

শিশু-কিশোর ও স্বল্প আয়ের মানুষদের জন্য খুলনা বন্ধুসভার ঈদের উপহার
ছবি: বন্ধুসভা

ঈদের দিনে শিশুদের মুখে হাসি ফোটানোর মাধ্যমে তাদের মধ্যে সাম্য এবং ভালোবাসার বার্তা ছড়িয়ে দিতে চেয়েছে খুলনা বন্ধুসভা। খুলনার বিভিন্ন এলাকা থেকে আগত শিশুরা তাদের নতুন জামায় আনন্দিত হয়ে ঈদের উৎসবে অংশ নেবে।

খুলনা বন্ধুসভার সভাপতি অধ্যাপক কাজী মাসুদুল আলম বলেন, ‘ঈদ একটি আনন্দের উৎসব। আমরা চাই সমাজের সব শিশু, বিশেষত যাদের সঠিকভাবে ঈদ উদ্‌যাপন করার সুযোগ নেই, তারাও যেন আনন্দ অনুভব করে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।’

বন্ধু শাম্মি আক্তার বলেন, ‘আমরা চাই এই ঈদে সমাজের সুবিধাবঞ্চিত শিশুরাও যেন আনন্দ উপভোগ করতে পারে। রঙিন জামা ঈদের বিশেষ উপহার, যা তাদের মনে আনন্দ এবং আশা জাগাবে।’

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন আযম খান সরকারি কমার্স কলেজের সহযোগী অধ্যাপক তারক চাঁদ ঢালী, খুলনা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোর্ত্তুজা আহমেদ, আন নূর নূরানী স্কুল অ্যান্ড মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আবদুল্যাহ আল সাইফ, খুলনা বন্ধুসভার সহসভাপতি এম এম মাসুম বিল্যাহ, সাধারণ সম্পাদক আসফিক আহমাদ সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মো. রহমাতুল্ল্যাহ, সহসাংগঠনিক সম্পাদক মিতা মাহমুদ, অর্থ সম্পাদক ইমন মিয়া, দপ্তর সম্পাদক তাসনিম নাহার, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক শাফায়েত হোসেন, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক সেখ সালমান আহমেদ, কার্যনির্বাহী সদস্য শেখ হাফিজুর রহমান, বন্ধু মো. লিমন, আয়েশা আক্তার ও জয়ন্ত গাইন প্রমুখ।

সহসভাপতি, খুলনা বন্ধুসভা