ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বন্ধুদের লিফলেট বিতরণ
ছবি: বন্ধুসভা

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাঙ্গুনিয়া বন্ধুসভার উদ্যোগে ও সামাজিক সংগঠন উদ্দীপ্ত তরুণ সংঘের সহযোগিতায় উপজেলার বাণিজ্যিক কেন্দ্র রোয়াজারহাটে লিফলেট বিতরণ করা হয়েছে। ২৯ জুলাই সকালে বন্ধুসভার বন্ধুরা বাজারের ক্রেতা-বিক্রেতা, পথচারী ও যানবাহনচালকের মধ্যে পাঁচ শতাধিক লিফলেট বিতরণ করেন।

লিফলেটে ডেঙ্গুর লক্ষণ, প্রতিরোধে করণীয়সহ নানা জনসচেতনতামূলক বিষয় নিয়ে লেখা রয়েছে। কর্মসূচি উপলক্ষে বাজার চত্বরে আলোচনা সভা আয়োজিত হয়। এতে রোয়াজারহাট ব্যবসায়ী সমিতির সভাপতি বদিউল খায়ের চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি দিদার আলম। সঞ্চালনা করেন রাঙ্গুনিয়া বন্ধুসভার সাধারণ সম্পাদক মোরশেদ আলম।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ
ছবি: বন্ধুসভা

কর্মসূচির উদ্বোধন করেন চিকিৎসক পরিমল কান্তি শীল। আরও বক্তব্য দেন প্রথম আলোর প্রতিনিধি আব্বাস হোসাইন, রাঙ্গুনিয়া বন্ধুসভার অর্থ সম্পাদক সুজন কান্তি দাশ, দপ্তর সম্পাদক মো. ইলিয়াছ, সহসাংগঠনিক সম্পাদক জাওয়াদ হোসেন, বন্ধু রবিউল মোস্তফা, মো. সাইয়ুম, রবিউল হোসেন প্রমুখ।