ভালো কাজে একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার প্রত্যয় বন্ধুদের

টাঙ্গাইল বন্ধুসভার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীছবি: বন্ধুসভা

‘আমি চাই তোমাদের হাত ধরে টাঙ্গাইল বন্ধুসভা দেশসেরা বন্ধুসভার কাতারে পৌঁছে যাবে। পুরোনো দিনের স্তম্ভের ওপর দাঁড়িয়ে নতুন মাইলফলক তৈরি করবে। যারাই দায়িত্বে থাকবে, প্রত্যেকের মধ্যেই যেন ভালো কাজে একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার তাড়না থাকে,’ ১ জুলাই টাঙ্গাইল বন্ধুসভার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বন্ধুদের উদ্দেশে এ কথা বলেন উপদেষ্টা আইনজীবী তানিয়া বখ্শ।

২০০১ সালের আজকের দিনে কিছু স্বপ্নবাজ মানুষের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল টাঙ্গাইল বন্ধুসভা। তাঁদেরই একজন তানিয়া বখ্শ। হাঁটি হাঁটি পা পা করে আজ ২৪ বছরে পদার্পণ করেছে সংগঠনটি। দীর্ঘ এই পথচলায় অনেক বন্ধু যুক্ত হয়েছেন। ভবিষ্যতে আরও নতুন মুখ আসবে। অনেকেই টাঙ্গাইল বন্ধুসভায় কাজ করে বর্তমানে নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। অর্জন করেছেন নেতৃত্বের গুণ, অবদান রাখছেন বিভিন্ন সাংস্কৃতিক, অর্থনৈতিক, সমাজিক ও মানবিক কাজে।

আজ সোমবার কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কামনাশীষ শেখর, টাঙ্গাইল বন্ধুসভার উপদেষ্টা মফিদুল ইসলাম খান, রকিবুল ইসলাম আসাদ, অজয় কর্মকার, সভাপতি আবু আহমেদ শেরশাহ, সাধারণ সম্পাদক তাসনিয়া শারমিন, যুগ্ম সাধারণ সম্পাদক রাইসা ইসলাম, নাঈমুল হাসান, সাংগঠনিক সম্পাদক জয় ঘোষ, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক মাহমুদা আক্তার, সাংস্কৃতিক সম্পাদক মামুন খান, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক নুসরাত জাহান, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক শরিফ হোসেন, বইমেলা সম্পাদক রাকিবুল ইসলাম, বন্ধু হামিদ আল মামুন, তৌফিক কিরণ, মেহরুব বকুল, সুস্মিতা মালাকারসহ অন্য বন্ধুরা।

উপদেষ্টারা বলেন, ‘টাঙ্গাইল বন্ধুসভার বন্ধুরা মনে করে, এই সুন্দর দিন শুধু উদ্‌যাপনই নয়, পাশাপাশি মানুষের কাছে মানবতার বার্তা পৌঁছে দিতে হবে। মানুষকে ভালো কাজে উৎসাহিত করতে হবে। যে যত ভালো কাজের সঙ্গে সম্পৃক্ত থাকবে, দেশপ্রেমও তার মধ্যে তত বেশি তৈরি হবে।’

সভাপতি আবু আহমেদ শেরশাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘সবার প্রত্যাশা ছিল পূর্বের মতো কাজের প্রবাহ ফিরিয়ে আনা এবং অধিক গতিশীল করা। সেই লক্ষ্যে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে দায়িত্ব পাওয়ার পর এই অল্প সময়ে অনেকগুলো কাজ সম্পন্ন হয়েছে। আরও কিছু কাজ প্রক্রিয়াধীন এবং পরিকল্পনায় আছে। আশা করি, সেগুলো সম্পন্ন হলে সবার প্রত্যাশা পূরণ হবে।’ এ সময় তিনি চলতি বছর অনুষ্ঠিত বিভিন্ন কাজের বিবরণ ও ভবিষ্যতে যেসব কাজের পরিকল্পনা রয়েছে, সেগুলোর বর্ণনা দেন।

সাধারণ সম্পাদক, টাঙ্গাইল বন্ধুসভা