ফরিদপুরে বাড়ি বাড়ি ঈদ উপহারসামগ্রী পৌঁছে দিলেন বন্ধুরা

ফরিদপুর বন্ধুসভার সহমর্মিতার ঈদছবি: বন্ধুসভা

ফরিদপুরে ২১টি নিম্ন আয়ের পরিবারের হাতে ঈদ উপহারসামগ্রী তুলে দিয়েছে ফরিদপুর বন্ধুসভা। ২৮ মার্চ রাত সাড়ে নয়টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত জেলা শহরের ধলার মোড়, মদনখালী, ভাটিলক্ষ্মীপুর, দক্ষিণ কালীবাড়ি, চরকমলাপুর, পশ্চিম খাবাসপুর, রেল বস্তিসহ বিভিন্ন এলাকা ঘুরে পরিবারগুলোর কাছে উপহার পৌঁছে দেন বন্ধুরা।

উপহারসামগ্রীর মধ্যে ছিল পোলাওয়ের চাল, সয়াবিন তেল, চিনি, সেমাই, গুঁড়া দুধ, কিশমিশ ও গরমমসলা। রাতে নিজের বাড়িতে হঠাৎ ঈদের উপহার হাতে পেয়ে হতচকিত হয়ে যান এসব পরিবারের সদস্যরা। অনেকে তাৎক্ষণিকভাবে মুখে কিছু বলার ভাষা যেন হারিয়ে ফেলেন।

ফরিদপুর বন্ধুসভার সদস্যরা জানান, তাঁরা নিজেরা অর্থ দিয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করেছেন।

সাধারণ সম্পাদক সুব্রত পাল জানান, প্রতিবারই ফরিদপুর বন্ধুসভা ঈদসামগ্রী বিতরণ করে আসছে। এবারও ব্যত্যয় ঘটেনি। তিনি বলেন, ‘মনের তাগিদ থেকে এ কাজগুলো করে আসছেন বন্ধুরা।’

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন প্রথম আলোর ফরিদপুরের নিজস্ব প্রতিবেদক প্রবীর কান্তি বালা, বন্ধুসভার বন্ধু রফিকুল ইসলাম, সুজিত কুমার দাস, মাফিকুল ইসলাম, মানিক কুণ্ডু, জহির হোসেন, সুব্রত পাল ও শুভ বিশ্বাস।

যুগ্ন সাধারণ সম্পাদক, ফরিদপুর বন্ধুসভা