‘করব ভূমি পুনরুদ্ধার, রুখব মরুময়তা; অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’ প্রতিপাদ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে ৫ জুন আয়োজন করা হয় সচেতনতামূলক শোভাযাত্রা ও বৃক্ষরোপণ কর্মসূচি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের উদ্যোগে এটির আয়োজন করে জবি বন্ধুসভা ও গ্রিন ভয়েস। সচেতনতামূলক শোভাযাত্রা ও বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাদেকা হালিম, কোষাধ্যক্ষ মো. হূমায়ুন কবির চৌধুরীসহ ভূগোল ও পরিবেশ বিভাগের সব শিক্ষক, কর্মকর্তা–কর্মচারীসহ শতাধিক শিক্ষার্থী।
জবি বন্ধুসভার সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান লিমন ও সহসভাপতি তাহসিন সরোয়ারের নেতৃত্বে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন বন্ধুসভার বন্ধুরা।
বন্ধু, জবি বন্ধুসভা