স্বাধীনতা কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান

প্রথম আলোর ভৈরব অফিসে পুরস্কার হাতে কুইজ প্রতিযোগিতার বিজয়ীরাছবি: আনাস খান

স্বাধীনতা দিবস উপলক্ষে ২৫ মার্চ ভৈরব বন্ধুসভা আয়োজন করে অনলাইন কুইজ প্রতিযোগিতা। যেখানে সারা দেশ থেকে অংশ নেন দুই শতাধিক প্রতিযোগী। সেখান থেকে সেরা ১০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়।

বিজয়ীরা হলেন জাহিদ হাসান, মেহেদী হাসান, নাজিয়া শারমিন, ফাতেমা তুজ জোহরা, আরাফ চৌধুরী, রেজভী আহমেদ, ফাহমিদা তাহসিন, জান্নাতুল ফেরদৌস, জোনায়েদ রহমান ও আয়েশা ইসলাম। ২৬ মার্চ প্রথম আলো ভৈরব আঞ্চলিক অফিসে বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে বই তুলে দেওয়া হয়। আর যাঁরা আসতে পারেননি, তাঁদের পুরস্কার কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দেওয়া হয়েছে।

বিজয়ী শিক্ষার্থী ফাহমিদা তাহসিন অনুভূতি প্রকাশ করে বলেন, ‘কুইজ প্রতিযোগিতায় সেরা ১০ জন বিজয়ীর একজন হতে পেরে খুবই আনন্দিত। ঘরে বসেই শিক্ষার্থীদের মেধা অন্বেষণের সুযোগ করে দিচ্ছে ভৈরব বন্ধুসভা।’ জোনায়েদ রহমান বলেন, ‘প্রথমবার এই অনলাইন কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অনেক ভালো লাগছে। বন্ধুসভার প্রতি কৃতজ্ঞতা।’

সেরা ১০ বিজয়ী

অনলাইন কুইজ আয়োজনের সমন্বয় করেন বন্ধু নাহিদ হোসাইন। সভাপতি প্রিয়াংকা বলেন, ‘মহান স্বাধীনতা দিবস আমাদের জন্য গর্বের। অনেক ত্যাগের বিনিময়ে এসেছে এই স্বাধীনতা। স্বাধীনতা দিবসে এই আয়োজন করতে পেরে ভালো লাগছে।’

সাধারণ সম্পাদক মানিক আহমেদ বলেন, ‘স্বাধীনতার এই দিনে শ্রদ্ধাভরে স্মরণ করছি মহান মুক্তিযোদ্ধাদের। যাঁদের রক্তের বিনিময়ে পেলাম আজকের এই বাংলাদেশ। কুইজ প্রতিযোগিতায় সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল প্রাপ্তিযোগ।’

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা, উপদেষ্টা আলাল উদ্দিন, বন্ধু ছিদরাতুল রশিদ, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক আনাস খান, জেন্ডার-সমতাবিষয়ক সম্পাদক আফিসা আলী, পাঠচক্র ও পাঠাগার সম্পাদক তানসি নাহার, প্রশিক্ষণ সম্পাদক মহিমা মেধা, বন্ধু হিমু, সানজিদা ও ফাহিম।

মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক, ভৈরব বন্ধুসভা