কক্সবাজার সিটি কলেজ বন্ধুসভার পাঠচক্রে ‘লালসালু’
সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত ‘লালসালু’ উপন্যাস নিয়ে পাঠচক্রের আসর করেছে কক্সবাজার সিটি কলেজ বন্ধুসভা। ২১ এপ্রিল দুপুর ১২টায় কলেজের জুলাই বিপ্লবী চত্বরে এটি অনুষ্ঠিত হয়।
শুরুতে উপন্যাসটির গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বন্ধুরা আলোচনা করেন। আলোচনায় উঠে আসে, ‘লালসালু’ একটি সামাজিক সমস্যামূলক উপন্যাস। এর বিষয় যুগ যুগ ধরে শেকরগাড়া কুসংস্কার, অন্ধবিশ্বাস ও ভীতির সঙ্গে সুস্থ জীবন আকাঙ্ক্ষার দ্বন্দ্ব। গ্রামবাসীর সরলতা ও ধর্মবিশ্বাসের সুযোগ নিয়ে ভণ্ড ধর্ম ব্যবসায়ী মজিদ প্রতারণার জাল বিস্তারের মাধ্যমে কীভাবে নিজের শাসন ও শোষণের অধিকার প্রতিষ্ঠা করে, তারই বিবরণসমৃদ্ধ ‘লালসালু’ উপন্যাস। কাহিনিটি ছোট, সাধারণ ও সামান্য; কিন্তু এর গ্রন্থনা ও বিন্যাস অত্যন্ত মজবুত।
লেখক সাধারণ একটি ঘটনাকে অসামান্য নৈপুণ্যে বিশ্লেষণী আলো ফেলে তাৎপর্যমণ্ডিত করে তুলেছেন। শ্রাবণের শেষে নিরাক-পড়া এক মধ্যাহ্নে মহব্বতনগর গ্রামে মজিদের প্রবেশের নাটকীয় দৃশ্যটির মধ্যেই রয়েছে তার ভণ্ডামি ও প্রতারণার পরিচয়।
সভাপতি, কক্সবাজার সিটি কলেজ বন্ধুসভা