‘নতুন জামা কোনা পায়া ভালো লাগচে’

গাইবান্ধা বন্ধুসভার উদ্যোগে শিশুরা পেল নতুন রঙিন জামা
ছবি: বন্ধুসভা

‘ছয় মাস হলো অসুক হয়া হামার মা মরি গেইচে। এখন হামাক দেখার কাইয়ো নাই। মোর বাপ অসুখে কাম করবের যায় না। নতুন জামা কোনা পায়া ভালো লাগচে। ঈদোত গাউত দিব্যার পামো।’

গাইবান্ধা বন্ধুসভার পক্ষ থেকে ঈদের নতুন জামা পেয়ে এভাবে উচ্ছ্বাস প্রকাশ করে সদর উপজেলার কামারজানি ইউনিয়নের গোঘাট গ্রামের শিশু রুবি আক্তার (৮)।

রঙিন জামা উপহার পেয়ে একই গ্রামের কিশোর মাহাবুব হোসেন (১২) বলে, ‘আমার বাবা চায়ের দোকান করেন। ঈদে নতুন জামা কিনতে চেয়েছিলাম। বাবা বলছে, টাকা নাই, দিতে পারবে না। আপনাদের নতুন শার্ট পেয়ে খুশি হইছি।’

শিশুকে ঈদের নতুন জামা পরিয়ে দিচ্ছেন গাইবান্ধা বন্ধুসভার এক বন্ধু
ছবি: বন্ধুসভা

১৯ মার্চ বিকেলে রুবি আক্তার ও মাহাবুব হোসেনের মতো এমন অসংখ্য শিশু, কিশোর-কিশোরীকে নতুন রঙিন জামা উপহার দিয়েছে গাইবান্ধা বন্ধুসভা। সদর উপজেলার কামারজানি এলাকায় সামাজিক উন্নয়ন পদক্ষেপ কলেজ মাঠে এগুলো বিতরণ করেন বন্ধুরা। জাতীয় পরিচালনা পর্ষদের আহ্বানে ‘সহমর্মিতার ঈদ’ কার্যক্রমের অংশ হিসেবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

বন্ধুসভার সদস্যরা নিজের ঈদ খরচের টাকা বাঁচিয়ে নিম্ন আয়ের পরিবারের শিশুদের জন্য নতুন পোশাক কেনেন। ব্রহ্মপুত্র নদের তীরবর্তী অঞ্চলের এসব শিশু রঙিন জামা পায়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সামাজিক উন্নয়ন পদক্ষেপ কলেজের পরিচালনা কমিটির সভাপতি সাদ্দাম হোসেন, গাইবান্ধা বন্ধুসভার সভাপতি জিসান মাহমুদ, সহসভাপতি রেজাউল করিম, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক মোছা. তুবা, বন্ধু মেজবাহুল হক, সুজন মাহমুদসহ অন্য বন্ধুরা।