ব্র্যাক মাইক্রোফিন্যান্সের সহযোগিতায় বৃক্ষরোপণ করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) বন্ধুসভা। ‘আমার মাটি আমার দায়, গাছ রোপণে বাঁচা যায়’ প্রতিপাদ্যে গত ২৭ ও ২৯ আগস্ট এ কর্মসূচি পালিত হয়।
জাককানইবি বন্ধুসভার বন্ধুরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, আশপাশের এলাকা ও শিক্ষাপ্রতিষ্ঠানে চারাগাছ রোপণ করেন।
বৃক্ষরোপণের এই উদ্যোগের মাধ্যমে শুধু পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি পায় না, বরং বায়ুদূষণ কমাতে, মাটির ক্ষয় রোধে এবং বন্যপ্রাণীর অভয়ারণ্য তৈরি করতেও সহায়তা করে। এ ছাড়া বৃক্ষরোপণ প্রাকৃতিক দুর্যোগের প্রভাব কমাতে সহায়ক ভূমিকা পালন করে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ফিরোজ আহমেদ, জাককানইবি বন্ধুসভার উপদেষ্টা নাহিদুল ইসলাম, তারিফুল ইসলাম, সুমনা আক্তার, সহসভাপতি আতিয়া শার্মিলা, সাধারণ সম্পাদক সাব্বির মিয়া, যুগ্ম সাধারণ রাবেয়া আক্তার, সহসাংগঠনিক সম্পাদক আফরিন রহমান, অর্থ সম্পাদক আকিব হোসেন, দপ্তর সম্পাদক কর্ণজয় ত্রিপুরা, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক পিয়াল সাহা, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক মরুফা ইয়াসমিনসহ অন্য বন্ধুরা।
সহসভাপতি, জাককানইবি বন্ধুসভা