আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবছরের মতো এবারও প্রথম আলো বন্ধুসভা সুবিধাবঞ্চিত শিশুদের জন্য নতুন জামা ও তাদের পরিবারের জন্য খাদ্যসামগ্রী উপহার দেবে। ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির মাধ্যমে দেশ ও দেশের বাইরের ১৪৫টি বন্ধুসভার বন্ধুরা এই মহতি উদ্যোগে অংশ নেবেন।
ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান—যে কেউ বন্ধুসভার ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচিতে যুক্ত হতে পারেন। আপনার সহমর্মিতার ছোট্ট উপহার হতে পারে আরেকজনের আনন্দের উপলক্ষ।
আসুন, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে একসঙ্গে ছড়িয়ে দিই ঈদের খুশি। কর্মসূচিতে যুক্ত হতে যোগাযোগ করুন স্থানীয় বন্ধুসভার সঙ্গে অথবা এই নম্বরে—০১৯৫৫৫৫২০৮৮। পুরো কার্যক্রমের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন জাতীয় পরিচালনা পর্ষদের দুর্যোগ ও ত্রাণ সম্পাদক সায়মন চৌধুরী।
এ ছাড়া বিভাগীয় সমন্বয়ক হিসেবে কাজ করছেন জাতীয় পর্ষদের সহসভাপতি রুবাইয়াত সাইমুম চৌধুরী (বহির্বিশ্ব), পাঠাগার ও পাঠচক্র সম্পাদক শাহিদা আলম (সিলেট), জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক সাইমুম মৌসুমী বৃষ্টি (খুলনা), বইমেলা ও ম্যাগাজিন সম্পাদক খায়রুন নাহার খেয়া (রাজশাহী), কার্যনির্বাহী সদস্য আলাদিন আল আসাদ (ঢাকা-শিক্ষাপ্রতিষ্ঠান), আসিফ খান (চট্টগ্রাম), ঢাকা মহানগর বন্ধুসভার সহসভাপতি নাঈমা সুলতানা (ঢাকা-জেলা, উপজেলা), সাংগঠনিক সম্পাদক অনিক সরকার (রংপুর), দুর্যোগ ও ত্রাণ সম্পাদক মীর মোশারেফ (বরিশাল), জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম (ময়মনসিংহ)।
সহমর্মিতার ঈদ কর্মসূচি সম্পূর্ণ বন্ধুসভার বন্ধু ও উপদেষ্টাদের আর্থিক সহযোগিতায় হবে। এর বাইরে শুভাকাঙ্ক্ষী অথবা অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আর্থিক সহায়তা করলে সেগুলো বন্ধুরা সুবিধাবঞ্চিত মানুষের কাছে পৌঁছে দেবেন।
নিয়মাবলি
• পরিবারপ্রতি ন্যূনতম ৫০০ টাকার খাদ্যসহায়তা দিতে হবে।
• প্রতিটি বন্ধুসভাকে অন্তত ৫টি পরিবারকে খাদ্যসহায়তা করতে হবে।
• প্রথম রমজান থেকে ২৭ রমজান পর্যন্ত এই কার্যক্রম চলবে।
• ঈদের তৃতীয় দিনের মধ্যে কাজের আপডেট গুগল ফরমে পূরণ করে পাঠাতে হবে।
• বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ে গুগল ফরম উপদেষ্টা পূরণ করে পাঠাবেন।
• জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রথম আলোর প্রতিনিধি গুগল ফরম পূরণ করে পাঠাবেন। অথবা প্রতিনিধির অনুমতিক্রমে নির্দিষ্ট বন্ধুসভার সভাপতি বা সাধারণ সম্পাদক গুগল ফরম পূরণ করে পাঠাবেন।