সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে দায়িত্বপালনের অঙ্গীকার বন্ধুদের

রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটনকেন্দ্রের সামনে যশোর বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটনকেন্দ্রে কার্যনির্বাহী কমিটি ২০২৫-এর অভিষেক অনুষ্ঠান ও বনভোজন করেছে যশোর বন্ধুসভা। ১১ জানুয়ারি শীতের সকালে বন্ধুরা নৌপথে গন্তব্যে পৌঁছান।

ইছামতী নদীর পারে প্রায় ৬০ একর জমির ওপর এই ম্যানগ্রোভ ফরেস্ট বিস্তৃত। এটি দেবহাটা উপজেলার একটি পর্যটনকেন্দ্র। সুন্দরবন থেকে বিভিন্ন প্রকৃতির ও জাতের ফলদ, বনজ ও ঔষধি গাছ এনে লাগানো হয়েছে। কৃত্রিমভাবে বন সৃষ্টি করা হয়েছে। দূরদূরান্ত থেকে আসা পর্যটক ও প্রকৃতিপ্রেমীদের বিনোদনের জন্য এখানে বিভিন্ন রকমের ব্যবস্থা রয়েছে।

পরিচিতিপর্বের মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠান। ছিল বিভিন্ন মজার খেলা। বালিশ খেলায় বিজয়ী হয়েছেন সেলিনা হোসেন, হীরা আক্তার ও লিপিকা সাহা। এলিন সাঈদ উর রহমান বিজয়ী হয়েছেন বল নিক্ষেপ খেলায়। বিস্কুট–দৌড় প্রতিযোগিতায় বিজয়ী হয় ছোট্ট বন্ধু সাকিব আল হাসান ও অন্তরা।

২০২৪ সালের সেরা বন্ধু নির্বাচিত হয়েছেন হামিদা হিমু, মনিরা খাতুন ও জাহানারা জ্যোতি। তাঁদের হাতে পুরস্কার হিসেবে বই তুলে দেওয়া হয়। এ ছাড়া বিদায়ী কমিটির সভাপতি মুরাদ হোসেন ও সাধারণ সম্পাদক হামিদা হিমুকে কবিতার বই ‘শব্দে আঁকা ছবি’ উপহার দেওয়া হয়।

যশোর সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহযোগী শিক্ষক মোফাজ্জেল হোসেন বলেন, ‘বন্ধুসভায় সব বয়সের বন্ধুরা আছে। এখানে আমিও দীর্ঘদিন ধরে যুক্ত আছি। খুবই ভালো লাগে। বন্ধুসভার উত্তরোত্তর সাফল্য কামনা করছি।’ এরপর তিনি নিজের সুরেলা কণ্ঠে গেয়ে শোনান ‘এমন যদি হতো, আমি পাখির মতো…’ গানটি।

সাধারণ সম্পাদক রাইয়াদ ফেরদৌস বলেন, ‘যশোর বন্ধুসভা আমাদের ওপর আস্থা রেখে যে গুরুদায়িত্ব দিয়েছে, সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে পালন করব। এ বছর যশোর বন্ধুসভা যেন শ্রেষ্ঠ বন্ধুসভা হিসেবে গৌরব অর্জন করতে পারে, সেই লক্ষ্যে সবাই মিলেমিশে কাজ করব।’

সবশেষে ২০২৫ সালের কমিটির সদস্যদের শপথ পাঠ করান প্রথম আলোর জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম। দায়িত্বপ্রাপ্ত বন্ধুরা হলেন—সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রাইয়াদ ফেরদৌস, সহসভাপতি মোয়াজ্জেম হোসেন, মো. নুরুন্নবী, যুগ্ম সাধারণ সম্পাদক সুমাইয়া আক্তার, শাহীন আলম, সাংগঠনিক সম্পাদক ফয়সাল হোসেন, সহসাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান (ছোট), অর্থ সম্পাদক সাদিয়া তাবাসসুম, দপ্তর সম্পাদক নাহিদ হাসান, প্রচার সম্পাদক কুলসুমা কিফায়্যাত, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক মনিরা খাতুন, সাংস্কৃতিক সম্পাদক নুসরাত জাহান, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক সুমাইয়া খাতুন, প্রশিক্ষণ সম্পাদক আসিফ সাত্তার, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক ডা. মাসুদুর রহমান, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক তানিয়া খাতুন, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক নাহিদ হাসান, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক জাহানারা জ্যোতি, তথ্য ও যোগাযোগ সম্পাদক মুনিয়া মোমো, ম্যাগাজিন সম্পাদক নাজিরা ইয়াসমিন, বইমেলা সম্পাদক মোস্তাফিজুর রহমান, কার্যনির্বাহী সদস্য সাইদুর রহমান, মুরাদ হোসেন ও হামিদা হিমু।

অনুষ্ঠান শেষে ফেরার পথে বাসের মধ্যে লটারির ড্র হয়। বিজয়ীদের হাতে একে একে ২০টি পুরস্কার তুলে দেন অতিথিরা। যশোরের ঐতিহ্যবাহী জামতলার মিষ্টির স্বাদ গ্রহণের মধ্য দিয়ে এবারের অভিষেক অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।

বইমেলা সম্পাদক, যশোর বন্ধুসভা