শীতবস্ত্র বিতরণ করল সাভার বন্ধুসভা

সাভার বন্ধুসভার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
ছবি: বন্ধুসভা

শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে শীতবস্ত্র বিতরণ করেছে সাভার বন্ধুসভা। ১৬ জানুয়ারি রাতে সাভার বাসস্ট্যান্ড, নিউমার্কেট, পাকিজা ও পল্লিবিদ্যুৎ এলাকা ঘুরে ঘুরে মানুষের হাতে কম্বল তুলে দেন বন্ধুসভার সদস্যরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপদেষ্টা মোস্তাফিজুর রহমান ও ফরহাদ হোসেন, সভাপতি জয়নুল আবেদীন, সাধারণ সম্পাদক তানজীল তাবাসসুমসহ অন্য বন্ধুরা।

সাভারের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন বন্ধুরা
ছবি: বন্ধুসভা

সভাপতি জয়নুল আবেদীন বলেন, ‘মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেই এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। আমাদের বিশ্বাস, নতুন কমিটির এই যাত্রা মানুষের পাশে থাকার অঙ্গীকারকে আরও দৃঢ় করবে।’

বন্ধুরা জানান, ভবিষ্যতেও সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এমন কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে।