লালমনিরহাট বন্ধুসভার সাংগঠনিক বৈঠক

বন্ধুসভা জাতীয় পর্ষদের সাধারণ সম্পাদক জাফর সাদিক বলেন, ‘বন্ধুসভার সদস্যরা কথা নয় কাজে বিশ্বাসী’
ছবি: বন্ধুসভা

১৮ সেপ্টেম্বর রোববার বিকেলে স্থানীয় গণপাঠাগারে লালমনিরহাট বন্ধুসভার বিশেষ জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বন্ধুসভা জাতীয় পর্ষদের সাধারণ সম্পাদক জাফর সাদিকের লালমনিরহাট সফরকে কেন্দ্র করে এবং আগামী ৪ নভেম্বর প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠবার্ষিকী উদ্‌যাপনে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে এই সভা আহ্বান করা হয়।

সভার শুরুতেই বিগত দিনগুলোতে লালমনিরহাট বন্ধুসভার কার্যক্রম সম্পর্কে সবাইকে অবগত করেন সাধারণ সম্পাদক ইফতেখারুল ইসলাম। উপস্থিত সদস্যদের মধ্যে বক্তব্য দেন লালমনিরহাট বন্ধুসভার সহসভাপতি সাহেবর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ফারাহ নাজ, প্রচার সম্পাদক আবু সায়েদ, বইমেলা সম্পাদক মিতু আক্তার। নতুন বন্ধু সংগ্রহ, নিয়মিত মাসিক ও সাধারণ সভার আয়োজন, বিতর্ক কর্মশালা ও প্রতিযোগিতা, বন্ধুদের জন্য ফ্রিল্যান্সিং কর্মশালার আয়োজনসহ আসন্ন দুর্গাপুজা এবং প্রথম আলো ও বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকীতে করণীয় বিষয়ে বক্তব্য দেন তাঁরা।

লালমনিরহাট বন্ধুসভার সাংগঠনিক বৈঠক
ছবি: বন্ধুসভা

সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বন্ধুদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন জাতীয় পর্ষদের সভাপতি উত্তম রায়। এরপর সাধারণ সম্পাদক জাফর সাদিক উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘বন্ধুসভার সদস্যরা কথা নয় কাজে বিশ্বাসী; এটি কাজের মাধ্যমেই প্রমাণ করতে হবে। দ্রুততম সময়ের মধ্যে নতুন সদস্য সংগ্রহের ব্যবস্থা নেওয়ার পাশাপাশি লালমনিরহাট বন্ধুসভাকে সারা দেশের সক্রিয় ও মননশীল বন্ধুসভাগুলোর কাতারে তুলে আনতে ব্যতিক্রমী ও সেবামূলক কাজ বৃদ্ধি করতে হবে।’

এ সময় তিনি সম্প্রতি লালমনিরহাট বন্ধুসভার উদ্যোগে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষার্থীর বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়ায় বিশেষ ধন্যবাদ জানান। জাফর সাদিক বলেন, ‘এ ধরনের জনহিতকর কাজের মাধ্যমে বন্ধুসভা সমাজে ভালো কাজের শিকড় আরও বিস্তৃত করবে। এর মধ্য দিয়ে প্রথম আলো যে শুধু একটি পত্রিকাই নয়, বরং সামাজিক ও নাগরিক দায়িত্ব পালনের জন্য সক্রিয় একটি প্ল্যাটফর্ম, সেটি আরও শক্তিশালীভাবে প্রমাণিত হবে।’

সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখায় জাতীয় পর্ষদের সভাপতি এবং সশরীর উপস্থিত হয়ে বন্ধুদের উৎসাহ প্রদান করায় সাধারণ সম্পাদককে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান প্রথম আলোর লালমনিরহাট জেলা প্রতিনিধি এবং বন্ধুসভার উপদেষ্টা আবদুর রব।

সভাপতি, লালমনিরহাট বন্ধুসভা