ফলের মৌসুম চলছে। আম, জাম, কাঁঠাল, লিচুর ঘ্রাণে মুখর চারপাশ। তবে সমাজের কিছু অবহেলিত মানুষ আছেন, যাঁদের এই মৌসুমেও ফলের স্বাদ নেওয়ার সৌভাগ্য হয় না। সেই চিন্তা করে ৯ জুন বিকেলে খুলনা নগরীর রূপসা এলাকার অদূরে শান্তি সদন বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের নিয়ে ‘ফল উৎসব’ আয়োজন করেছে খুলনা বন্ধুসভা।
বন্ধুরা নিজেদের বাড়ি থেকে বিভিন্ন ধরনের ফল নিয়ে আসেন। কেউ কেউ কেকসহ নানা ধরনের খাবারও নিয়ে আসেন। বৃদ্ধাশ্রমের বাসিন্দারা বন্ধুদের কাছে তাঁদের ভাগ্যের বিড়ম্বনা ও দুঃখ-কষ্টের গল্প শোনান। এ সময় অনেকে নিজেদের জীবনের দুর্দশার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।
পরে অভিব্যক্তি প্রকাশ করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রকৌশলী মো. মাসুদুল আলম, আযমখান সরকারি কমার্স কলেজর সহযোগী অধ্যাপক তারক চাঁদ ঢালী, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক অমিত রায় ও খুলনা বন্ধুসভার সভাপতি প্রফেসর তুহিন রায়।
সবশেষে সহসভাপতি বনানী আফরোজা বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের নিয়ে কেক কাটেন এবং সাংস্কৃতিক সম্পাদক লিমা আক্তার সবাইকে খাইয়ে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি আসফিক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক রেদওয়ানুল রুহান, অর্থ সম্পাদক শেখ হাফিজুর রহমান, দপ্তর সম্পাদক ফারজানা যুথি, প্রচার সম্পাদক জাহিদুর রহমান, মুক্তিযুদ্ধ ও গবেষণাবিষয়ক সম্পাদক রীশয়াত রওশন, দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক মো. রহমাতুল্লাহ, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক আলফি শাহরিন, বন্ধু মোজাহিদুল ইসলাম, কাইয়ুম শুভ, অনিক, সোমা আক্তার, রুহান, লোপা, মিনহাজ দীপুসহ অন্য বন্ধুরা।
সাধারণ সম্পাদক, খুলনা বন্ধুসভা