ডিআইইউ বন্ধুসভার সাহিত্য আড্ডা
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান ফজলুল হক পলাশ রচিত অনুকাব্যের বই ‘তোমার সঙ্গে যাব বলে হয়েছিলাম দলছুট’ নিয়ে সাহিত্য আড্ডা করেছে ডিআইইউ বন্ধুসভা। ১৬ নভেম্বর ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়।
ফজলুল হক পলাশ বলেন, জীবন সুন্দর, তাই জীবনকে উপভোগ করতে হবে। বন্ধুসভা কেবল তরুণ হৃদয়গুলোকে একসূত্রে বাঁধার এক অনন্য মাধ্যমই নয়, বরং সমাজের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করে। জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সহমর্মিতার আলো ছড়িয়ে বন্ধুসভা একটি উন্নত সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করছে।
এ বছর সারা দেশের ১৪৪টি বন্ধুসভার মধ্যে বর্ষসেরা দশে স্থান করে নিয়েছে ডিআইইউ বন্ধুসভা। এমন অর্জনে বন্ধুদের অভিনন্দন জানান ফজলুল হক পলাশ। পাশাপাশি নিয়মিত বই পড়া ও লেখালেখি করতে উৎসাহ দেওয়াসহ বিভিন্ন দিকনির্দেশনা দেন তিনি।
ডিআইইউ বন্ধুসভার সাধারণ সম্পাদক খালিদ হাসান বলেন, ‘ডিআইইউ বন্ধুসভা সর্বদা ভালো কাজে সোচ্চার ছিল এবং ভবিষ্যতেও থাকবে। বিশ্বাস করি, আমাদের বন্ধুসভার কার্যক্রম ভবিষ্যতে আরও বিস্তৃত হয়ে নতুন দিগন্ত উন্মোচন করবে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন ডিআইইউ বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক ইমাম মেহেদী, দপ্তর সম্পাদক আদিল সরকার, সাংস্কৃতিক সম্পাদক মেহেরুন রহমান, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক সাব্বির আহমেদসহ অন্য বন্ধুরা।
বন্ধু, ডিআইইউ বন্ধুসভা