সাতক্ষীরায় পথচারী ও ভ্যানচালকদের মধ্যে ঠান্ডা পানি বিতরণ

পথচারী ও ভ্যানচালকদের মধ্যে বন্ধুদের পানি বিতরণ
ছবি: বন্ধুসভা

প্রচণ্ড গরমে অতিষ্ঠ সাতক্ষীরা শহরের পথচারী, দোকানদার ও রিকশাচালকেরা। তাঁদের কষ্ট কমাতে ও মুখে হাসি ফোটাতে ঠান্ডা পানি বিতরণ করেছে সাতক্ষীরা বন্ধুসভা। ১২ জুন বেলা ১১টায় সাতক্ষীরা পোস্ট অফিস মোড় থেকে পাকাপুল রোডে চলাচলরত ইজিবাইক ও ভ্যানচালকদের মধ্যে পানি বিতরণ করা হয়।

ঠান্ডা পানি পেয়ে ইজিবাইক ও ভ্যানচালকেরা বলেন, ‘আমাদের নিয়ে কারও ভাবনা দেখি না। এই প্রচণ্ড গরমে আমাদের কথা চিন্তা করে বন্ধুসভার ছেলেরা যে উপহার দিয়েছে, তা পেয়ে আমরা খুশি।’ এ উদ্যোগকে সাধুবাদ জানান তাঁরা।

পথচারী ও ভ্যানচালকদের মধ্যে বন্ধুদের পানি বিতরণ
ছবি: বন্ধুসভা

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা বন্ধুসভার সভাপতি কর্ণ বিশ্বাস, সাধারণ সম্পাদক ইমরুল হাসান, সহসভাপতি মলয় মণ্ডল, সাংস্কৃতিক সম্পাদক মোকাররাম বিল্লাহ, বইমেলা সম্পাদক মাসকুরা আক্তার, হাফিজা লিনা, ইমতে জামিল, ইফতে জামিলসহ অন্য বন্ধুরা।