নৃত্যে দেশসেরা ব্রাহ্মণবাড়িয়ার বন্ধু জয়

নৃত্য পরিবেশন করছেন হুসাইন ইসলাম
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার বন্ধু হুসাইন ইসলাম জয়। পড়াশোনা করছেন জেলার অন্বেষা বিদ্যাপীঠ কলেজের মানবিক বিভাগের একাদশ শ্রেণিতে। পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত। ১৪ থেকে ১৬ মার্চ রাজধানী ঢাকার বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক কলেজে অনুষ্ঠিত হয়েছে ‘প্রথম ন্যাশনাল কালচারাল ফেস্ট ২০২৩’। সেখানে একক সৃজনশীল নৃত্য প্রতিযোগিতায় অংশ নিয়ে সারা দেশের ৭০ প্রতিযোগীর মধ্যে প্রথম হয়েছেন হুসাইন ইসলাম।

অনুষ্ঠানে একক গান, নৃত্য, কবিতা আবৃত্তি ও ধারাবাহিক গল্প বলার পর্ব ছিল। একক গানের মধ্যে ছিল নজরুল গীতি, দেশাত্মবোধক, ইসলামিক গান; আর একক নৃত্যের মধ্যে উচ্চাঙ্গ নৃত্য ও সৃজনশীল নৃত্য। ১৫ মার্চ একক সৃজনশীল নৃত্যের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হুসাইন ইসলামকে মোট চারটি ধাপে অংশ নিতে হয়েছে।

পুরস্কার গ্রহণ
ছবি: সংগৃহীত

প্রথম ধাপে ‘কল কল ছল ছল’ গানের ওপর লোকনৃত্য, দ্বিতীয় ধাপে ‘ফাগুনেরও মোহনায়’ গানের তালে, তৃতীয় ধাপে ‘মন মোর মেঘের সঙ্গী’ গানের তালে এবং চতুর্থ ধাপে ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে’ গানে নৃত্য পরিবেশন করেন তিনি। পরদিন ১৬ মার্চ বিকেলে বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ কলেজের অধ্যক্ষ কর্নেল হাফেজ মো. জুনায়েদ আহমেদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন হুসাইন ইসলাম।

তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই টিভিতে দেখে নিজে নিজে নৃত্য চর্চা করেছি। অষ্টম শ্রেণি থেকে মঞ্চে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া শুরু করি। এবার জাতীয় পর্যায়ে প্রথম হয়েছি। এ অনুভূতি অনেক ভালো লাগার।’ ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার বন্ধু সবুজ মোল্লা বলেন, হুসাইনের মধ্যে প্রতিভা আছে। নিজে নিজে চেষ্টা করে এত দূর এসেছে। এটি নিঃসন্দেহে একটি বড় অর্জন।

সহসভাপতি, ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভা