তর্কে মুখর পাবনার ক্যাম্পাস

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার আয়োজনে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী ও বিতার্কিকদের সঙ্গে অতিথিরা
ছবি: হাসান মাহমুদ

টানা কয়েক দিনের ছুটিতে ফাঁকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। কোলাহলশূন্য ক্যাম্পাসে শুধুই নির্মাণশ্রমিকদের উপস্থিতি। শুক্রবার ছুটির দিন হলেও সেই নীরবতা ভেঙে সকাল থেকে মুখরিত হতে থাকে স্কুলশিক্ষার্থীদের পদচারণায়। পাবনার বিভিন্ন স্কুল থেকে দল বেধে তারা এসেছে বিতর্ক কর্মশালা এবং আন্তস্কুল বির্তক প্রতিযোগিতায় অংশ নিতে।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার আয়োজনে এবং বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন পাস্ট ডিবেটিং সোসাইটির সহযোগিতায় দিনব্যাপী এই বিতর্ক কর্মশালা এবং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে পাবনার স্বনামধন্য ৮টি স্কুলের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন রাশেদুল ইসলাম এবং সভাপতিত্ব করেন পাবিপ্রবি বন্ধুসভার সভাপতি টিপু কুমার গুপ্তা, সঞ্চালনা করেন পাস্ট ডিবেটিং সোসাইটির সভাপতি মেহেদী হাসান। প্রথম পর্বে বিতর্ক কর্মশালা পরিচালনা করেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি উত্তম রায় এবং সাধারণ সম্পাদক জাফর সাদিক।

অতিথি ও বিচারকদের সঙ্গে পুরস্কার হাতে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী ও রানার্সআপ দল
ছবি: হাসান মাহমুদ

কর্মশালা শেষে ৮টি স্কুলের মধ্যে অনুষ্ঠিত হওয়া বিতর্ক প্রতিযোগিতায় তিনটি রাউন্ড শেষে ফাইনালে বিজয়ী হয় পাবনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় এবং রার্নাসআপ হয় পাবনা ক্যাডেট কলেজিয়েট স্কুল।

দ্বিতীয় পর্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীদের ট্রফি-ক্রেস্ট এবং প্রতিযোগিতায় বিচারকদের মধ্যে সম্মাননা স্মারক তুলে দেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য এস এম মোস্তফা কামাল খান। এ সময় আরও উপস্থিত ছিলেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. ফরহাদ পারভেজ, ম্যাগাজিন সম্পাদক খায়রুন নাহার খেয়া, গ্রীন ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি মো. আলামিন, পাবনা ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার দাস, পাবিপ্রবি বন্ধুসভার সহসভাপতি লুতফর কবির, সাধারণ সম্পাদক ইশরাত জাহান, পাস্ট ডিবেটিং সোসাইটির সহসভাপতি গোলাম কিবরিয়াসহ অন্য বন্ধুরা।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য এস এম মোস্তফা কামাল খান বলেন, ‘বিতর্ক সমাজের আয়না। বিতর্কের চর্চা আমাদের জ্ঞানকে প্রসারিত করতে সাহায্য করে এবং চিন্তাচেতনার বিকাশ ঘটায়। পাবিপ্রবি বন্ধুসভার এমন আয়োজনকে সাধুবাদ জানাই। তাদের এমন আয়োজনে সব সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের পাশে থাকবে।’

বিতার্কিকদের যুক্তি-তর্ক উপস্থাপন
ছবি: হাসান মাহমুদ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লাইফ অ্যান্ড আর্থ সাইন্স অনুষদের ডিন রাশেদুল ইসলাম জানান, স্মার্ট বাংলাদেশ গঠনের জন্য প্রয়োজন স্মার্ট একটি প্রজন্ম! বিতর্কচর্চা হতে পারে জ্ঞানভিত্তিক, যোক্তিক ও স্মার্ট প্রজন্ম বিনির্মাণের শক্তিশালী হাতিয়ার। প্রথম আলো বন্ধুসভার বরাবরের মতোই বিভিন্ন সামাজিক সচেতনতামূলক ও সৃজনশীল কর্মকাণ্ডের এই আয়োজন সফল ও সুন্দর হোক।

পাবিপ্রবি বন্ধুসভার সভাপতি টিপু কুমার গুপ্তা বলেন, ‘পাবিপ্রবি বন্ধুসভা বরাবরের মতো জাতীয় পরিচালনা পর্ষদের দিকনির্দেশনায় এ ধরনের কর্মশালা আয়োজন করে; যা মূলবোধ সঞ্চয়, জ্ঞান বিস্তার ও মেধা বিকাশে ভূমিকা রাখে। তারই অংশ হিসেবে বিতর্ক কর্মশালা এবং আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।