ভালোবাসা দিবসে শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি

জাদু পরিবেশন করেন বন্ধু ফয়সাল হাওলাদার
ছবি: বন্ধুসভা

ঋতুরাজ বসন্তের প্রথম দিন ও বিশ্ব ভালোবাসা দিবসে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে আনন্দঘন সময় উপভোগ করেছেন চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুরা। এ দিন তাঁরা ‘হাসি ছড়াক ভালোবাসার উষ্ণ আহ্বানে’ শিরোনামে নগরীর মুক্ত অঙ্গন শিক্ষালয়ের ৬০ শিশুকে নিয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করেন।

অনুষ্ঠানে শিশুদের ভালোবাসা দিবসের উপহার হিসেবে শিক্ষাসামগ্রী বিতরণসহ এক সপ্তাহের টিফিন প্রদান করা হয়। দিনব্যাপী এ আনন্দ উৎসবে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে শিশুদের সঙ্গে গল্পে মেতে ওঠেন সবাই। জাদু পরিবেশন করেন বন্ধু ফয়সাল হাওলাদার।

উপহার হাতে শিশুরা
ছবি: বন্ধুসভা

বন্ধু তামান্না ইয়াছমিন অনুভূতি জানিয়ে বলেন, ‘ছোট্ট ছোট্ট ফুলগুলোর মাঝে এসে ভালোবাসা আর হাসি ভাগাভাগি করে নেওয়ার সুযোগ পেয়েছি। এটাই আজকের দিনের সবচেয়ে সুন্দর মুহূর্ত।’

এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্ধুসভার সহসভাপতি নুরুজ্জামান খান, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক মাহির রেজোয়ান, উষা বিনতে হোসাইনসহ অন্য বন্ধুরা।

বন্ধু, চট্টগ্রাম বন্ধুসভা