ঝিনাইদহ বন্ধুসভার ইফতার
বন্ধুসভার উপদেষ্টা, শুভাকাঙ্ক্ষী ও নতুন-পুরোনো বন্ধুদের অংশগ্রহণে ইফতার আয়োজন করেছে ঝিনাইদহ বন্ধুসভা। ১৮ মার্চ এটি অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক মেহেদী হাসানের সঞ্চালনায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন বন্ধু সাকিবুল ইসলাম। মাহে রমজানের শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য দেন ইফতার আয়োজনের উপকমিটির আহ্বায়ক খায়রুল আলম। পরবর্তী সময়ে ঝিনাইদহ বন্ধুসভার সাংগঠনিক অবকাঠামো ধরে রাখতে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন উপদেষ্টা, শুভাকাঙ্ক্ষী ও অভিজ্ঞ বন্ধুরা।
এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা সুষেন্দু কুমার ভৌমিক, সাকিব মোহাম্মদ আল হাসান, নাজমুল হাসান, শাহিনুর রহমান, শাহানাজ পারভীন, শুভাকাঙ্ক্ষী শাহনেওয়াজ মিঠু, ইমদাদ শুভ্র, সভাপতি বিপাশা আহমেদসহ অন্য বন্ধুরা। আয়োজনে সার্বিক সহযোগিতা করেন বন্ধু খায়রুল আলম, ললিত কবির, দাউদ ইব্রাহিম, রাজিয়া সুলতানা, তামান্না ইসলাম, সন্ধি বিশ্বাস, রাতুল হাসানসহ অনেকে।
প্রচার সম্পাদক, ঝিনাইদহ বন্ধুসভা