সামাজিক কাজে অবদান রাখায় সম্মাননা পেল ময়মনসিংহ বন্ধুসভা

মেয়র মো. ইকরামুল হক টিটুর হাত থেকে সম্মাননা গ্রহণ করেন ময়মনসিংহ বন্ধুসভার সাধারণ সম্পাদক খালিদ হাসান সম্রাট
ছবি: বন্ধুসভা

সামাজিক কাজে অবদান রাখায় বিশেষ সম্মাননা পেয়েছে ময়মনসিংহ বন্ধুসভা। ২৭ অক্টোবর জেলা পরিষদ সম্মেলনকক্ষে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘ব্রহ্মপুত্র ব্লাড কল্যাণ সোসাইটি’র সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়।

ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটুর হাত থেকে সম্মাননা গ্রহণ করেন ময়মনসিংহ বন্ধুসভার সাধারণ সম্পাদক খালিদ হাসান সম্রাট ও কার্যনির্বাহী সদস্য জিসান খান। স্বেচ্ছাসেবকদের মানবিক কাজে উৎসাহ বাড়াতে প্রতিবছরই সাংস্কৃতিক, সামাজিক, মানবিক ও সৃজনশীল স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা দিয়ে থাকে ব্রহ্মপুত্র ব্লাড কল্যাণ সোসাইটি।

এ বছর মোট আটটি সংগঠনকে পুরস্কৃত করা হয়। মেয়র মো. ইকরামুল হক টিটু বলেন, ‘স্বেচ্ছাসেবকেরা সব সময় ভালো কাজ করে থাকেন। কোনো কিছুর বিনিময়ে তাঁরা কাজ করেন না। ভালো লাগা থেকেই করেন। এর জন্য স্বীকৃতি পাওয়া আরও বেশি আনন্দের।’

সাধারণ সম্পাদক, ময়মনসিংহ বন্ধুসভা