সচেতনতা বাড়াতে ভোক্তা অবহিতকরণ সভা

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ বাস্তবায়ন ও প্রচারসংক্রান্ত অবহিতকরণ সভা
ছবি: বন্ধুসভা

সাতক্ষীরায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ বাস্তবায়ন ও প্রচারসংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ আগস্ট বিকেলে সাতক্ষীরা বন্ধুসভার সহযোগিতায় জেলা শহরের ম্যানগ্রোভ সভাকক্ষে সভার আয়োজন করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ভোক্তা অধিকার কী কী, ২০০৯ আইনের উদ্দেশ্য, আইনটি বাস্তবায়নের দায়িত্ব, ভোক্তা কে, ভোক্তার দায়িত্ব, ভোক্তা অধিকারবিরোধী কাজ ও অপরাধ, দণ্ড প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন সাতক্ষীরা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান।

সাতক্ষীরা জেলা ক্যাব–এর সভাপতি অধ্যাপক আশেক-ই এলাহীর আলোচনায় উঠে এসেছে নিত্যপণ্য অতিরিক্ত দামে বিক্রি করলে করণীয় কী, দোকানিরা পণ্য কেনার সময় মেমো দিতে না চাইলে করণীয় কী, ভালো পরিবহনে ভালো আসন দেওয়ার কথা বলে কাঙ্ক্ষিত সেবা না পেলে কী করব, গ্রামীণ পর্যায়ে মিষ্টির প্যাকেট ও দইয়ের হাঁড়ির ওজন বেশি দেওয়া হয় করণীয় কী, নির্ধারিত দামে পণ্য বিক্রি না করলে করণীয় কী প্রভৃতি বিষয়।

সাতক্ষীরা সনাক-এর সভাপতি অধ্যাপক পবিত্র মোহন দাশ বলেন, ‘প্রথম আলো বন্ধুসভা বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনা করে। তাদের এই বিষয়গুলো জানা খুবই দরকার। তারা ভোক্তাদের মধ্যে সচেতনতা বাড়াতে বড় ভূমিকা রাখতে পারবে। অধিক জনসচেতনতার মাধ্যমে বন্ধুসভার বন্ধুরা পারে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ভেজাল খাদ্যদ্রব্যের অভিশাপ থেকে মুক্ত রাখতে।’

সভায় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা আশরাফুল আলম, শিক্ষক প্রাণকৃষ্ণ সরকার, বন্ধুসভার উপদেষ্টা কবি স ম তুহিন, সভাপতি কর্ণ বিশ্বাস, সাংস্কৃতিক সম্পাদক মোকাররাম বিল্লাহ, প্রচার সম্পাদক তারিক ইসলাম, ম্যাগাজিন সম্পাদক মাসকুরা আক্তার, বইমেলা সম্পাদক সাগরিকা আক্তার, বন্ধু আহিদুল ইসলাম, শামীম রেজা, প্রশান্ত কুমার, তামিম বিল্লাহ, আবু তাহির, আজিজুল, জান্নাত, মো. পারভেজসহ অন্য বন্ধুরা।

সভাপতি, সাতক্ষীরা বন্ধুসভা