বন্ধুসভার বন্ধু হয়ে কাজ করতে হলে বন্ধুসভার নীতি ও আদর্শ সম্পর্কে জানতে হবে। এ জন্য বন্ধুসভার গঠনতন্ত্র জানা গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যে বন্ধুসভার গঠনতন্ত্র নিয়ে পাঠচক্র করেছে ময়মনসিংহ বন্ধুসভা। ১৭ মার্চ দুপুরে প্রথম আলো ময়মনসিংহ অফিসে এটি অনুষ্ঠিত হয়।
পাঠচক্র পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক রাবিয়াতুল বুশরা। শুরুতে তিনি গঠনতন্ত্রের সংক্ষিপ্ত ব্যাখ্যা, বন্ধুসভার বন্ধু হিসেবে আমাদের করণীয় ও কেন বন্ধুসভা করা উচিত—এসব বিষয়ে বক্তব্য দেন। এ ছাড়া আলোচনা করেন প্রচার সম্পাদক হিমেল মাহমুদ, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক আবু নাঈম, বন্ধু আরিফুল ইসলাম ও ফারদিন অভি।
সমাপনী বক্তব্যে বন্ধুদের পাঠচক্রের গুরুত্ব ও পাঠচক্রে অংশগ্রহণে উৎসাহিত করে সভাপতি খালিদ হাসান বলেন, ‘পাঠচক্র আমাদের মনোজাগতিক হীনম্মন্যতাবোধ দূর করে। একজন অন্তর্মুখী বন্ধুকে বহির্মুখী করে।’
পাঠচক্র শেষে আসন্ন সহমর্মিতার ঈদ কর্মসূচি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সহমর্মিতা ঈদ কর্মসূচি নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন উপদেষ্টা মোস্তাফিজুর রহমান ও সাদিকুল ইসলাম।
সম্প্রতি প্রকাশিত ময়মনসিংহ বন্ধুসভার ছোট কাগজ ‘প্রত্যুষ’-এর কবিতা আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
সভাপতি, ময়মনসিংহ বন্ধুসভা