‘শীতের বাহি দিনডি একটু আরাম লাগব’

কিশোরগঞ্জ বন্ধুসভার শীতবস্ত্র বিতরণ কর্মসূচিছবি: বন্ধুসভা

‘এই পয়লা কেও আমরারে কম্বল দিল। শীতে কষ্ট করা পোলাপাইনতেও কম্বলটা পাইয়া অনেক খুশি হইছে। শীতের বাহি দিনডি একটু আরাম লাগব।’ কিশোরগঞ্জ বন্ধুসভার বন্ধুদের দেওয়া কম্বল পেয়ে এভাবেই অভিব্যক্তি প্রকাশ করেন শহরতলির খিলপাড়া এলাকার বেদেপল্লির বাসিন্দা নাজমা আক্তার।

১ ফেব্রুয়ারি সকালে কিশোরগঞ্জ শহরতলির খিলপাড়া এলাকায় নতুন জেলখানা মোড়ে বেদেপল্লির অর্ধশত পরিবারের মধ্যে কম্বল ও শিশুদের জন্য গরম কাপড় বিতরণ করা হয়। পরে বেদেপল্লির বাসিন্দাদের স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক পরামর্শ দেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (মেডিসিন) মো. আতাউর রহমান এবং ২৫০ শয্যাবিশিষ্ট সদর জেনারেল হাসপাতালের কনসালট্যান্ট (গাইনি) মরিয়ম আক্তার।

চিকিৎসক ও বন্ধুসভার উপদেষ্টা মো. আতাউর রহমান বলেন, ‘প্রথম আলো বন্ধুসভা সব সময় ভালো কাজের পাশাপাশি সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে থেকে তাঁদের সুখ-দুঃখের খোঁজখবর রাখে। আজকে আপনাদের বেদেপল্লিতে বন্ধুসভার বন্ধুরা কম্বল ও শীতবস্ত্র বিতরণ করার জন্য এসেছেন। শীতের তীব্রতা এখন কিছুটা কমলেও তাঁরাই প্রথম আপনাদের পাশে দাঁড়িয়েছেন। প্রশাসনসহ সমাজের বিত্তশালীদেরও আপনাদের পাশে দাঁড়ানো উচিত।’ সবার উদ্দেশে তিনি বলেন, ‘একজন চিকিৎসক হিসেবে আপনাদের জন্য পরামর্শ থাকবে নিরাপদ পানি পান করবেন, যাতে পানিবাহিত কোনো রোগ শরীরে বাসা বাঁধতে না পারে। এখন যেহেতু শীতকাল। গরম পানি ব্যবহার করা উত্তম।’

চিকিৎসক মরিয়ম আক্তার নারীদের উদ্দেশে বলেন, ‘নোংরা জামাকাপড় ব্যবহার করার কারণে নারী দেহের প্রজননতন্ত্রে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। এগুলো থেকে পরবর্তী গর্ভধারণে সমস্যা দেখা দিতে পারে। তা ছাড়া আপনাদের সুন্দর জীবন গড়তে জন্মনিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতিও অবলম্বন করতে পারেন।’

কিশোরগঞ্জ বন্ধুসভার শীতবস্ত্র বিতরণ কর্মসূচি
ছবি: বন্ধুসভা

কম্বল পেয়ে বেদেপল্লির সীমা আক্তার নামের আরেক বাসিন্দা বলেন, ‘এইবার অত শীত গেল, কেউ আমারারে কিচ্ছু দেই নাই। একটা কম্বলও আমরা পাই নাই। আপনেরা কম্বল দিছেন, আমরা অনেক খুশি হইছি।’ বেদে নজরুল ইসলাম বলেন, ‘অন্যবারের তুলনায় এইবার কিশোরগঞ্জে অনেক শীত। আমরা এত কষ্ট করে খোলা আকাশের নিচে বসবাস করি। অনেক সময় বৃষ্টির মতো কুয়াশায় আর তীব্র ঠান্ডায় শিশুবাচ্চাসহ আমরা জবুথবু অবস্থায় থাকলেও কেউ সাহায্যের হাত বাড়ায়নি। বন্ধুসভা আমাদের পাশে আসায় তাদের ধন্যবাদ।’

কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রথম আলোর প্রতিনিধি তাফসিলুল আজিজ, সমাজকর্মী মোহাইমিন লাক মিয়া, মো. উবায়দুল্লাহ, বন্ধুসভার সভাপতি মোস্তাফিজ মারুফ, সাধারণ সম্পাদক নুসরাত জাহান, সাংগঠনিক সম্পাদক মোজাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক তুষার ইমরান, সহসাংগঠনিক সম্পাদক আয়েশা হাবিবা, মুক্তিযুদ্ধ ও গবেষণাবিষয়ক সম্পাদক মায়মুনা ইসলাম, স্বাস্থ্য ও ক্রীড়াবিষয়ক সম্পাদক জিসান রিয়াজ, কার্যনির্বাহী সদস্য রেহনূর হক, তাহমিনা আক্তার ও আদিয়াত জীম। এ ছাড়া বেদেপল্লির বাসিন্দাদের নানাভাবে সহযোগিতা করেন বন্ধুসভার উপদেষ্টা এরশাদ উদ্দিন, মোছা. লুৎফুন্নেছা ও শিক্ষক রাজীব মাহমুদ।

বন্ধু, কিশোরগঞ্জ বন্ধুসভা