নারী ও শিশু নির্যাতনবিরোধী মানববন্ধনে নোয়াখালী বন্ধুসভা

মানববন্ধনে বক্তব্য দেন নোয়াখালী বন্ধুসভার সভাপতি উম্মে ফারহিনছবি: বন্ধুসভা

নারী ও শিশু নির্যাতনকারী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে নোয়াখালীর বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। ১২ মার্চ সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এটি অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেছেন নোয়াখালী বন্ধুসভার বন্ধুরাও।

মানববন্ধনে বক্তব্য দেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। নোয়াখালী নারী অধিকার জোটের সাবেক সভাপতি ও বন্ধুসভার উপদেষ্টা লায়লা পারভীন বলেন, ‘ধর্ষকদের জেলে রেখে জনগণের টাকায় না খাওয়ায়ে অতি দ্রুত বিচারের আওতায় আনতে হবে।’

নারী ও শিশু নির্যাতনবিরোধী মানববন্ধনে নোয়াখালী বন্ধুসভার বন্ধুরা

নোয়াখালী বন্ধুসভার সভাপতি উম্মে ফারহিন গ্রেপ্তারের সঙ্গে সঙ্গে অতিদ্রুত তদন্ত কার্যক্রম শেষ করার দাবি জানান।

বক্তারা বলেন, ধর্ষণের জন্য শুধু নারীদের পোশাককে দায়ী করে নারীর প্রতি সহিংসতার মতো হীন কাজ বন্ধ করতে হবে।

মানববন্ধনে আরও অংশগ্রহণ ও সমর্থন দেয় চৌমুহনী ব্লাড ফাউন্ডেশন, টিম অব ভলান্টিয়ার, সার্ভিস ফর হিউম্যান বিয়িং অর্গানাইজেশন, ফেরারী নেটওয়ার্ক, ড্রীম লাইট অব হেল্প সেন্টার–ডিএলএইচসি, আলোর দিগন্ত মানবকল্যাণ সংগঠন, মানবিক ব্লাড ফাউন্ডেশন, এবিও ব্লাড অর্গানাইজেশন, বন্ধুমহল ইয়ুথ ওয়েলফেয়ার অর্গানাইজেশন, কুহক সমাজকল্যাণ ও সাইবার অর্গানাইজেশন বাংলাদেশ।

সাধারণ সম্পাদক, নোয়াখালী বন্ধুসভা