ঝালকাঠি বন্ধুসভার উদ্যোগে শিশুদের বই উপহার
‘শিশুদের আমরা ছোটবেলা থেকে যেভাবে গড়ে তুলতে পারব, ঠিক সেভাবেই তাদের ভবিষ্যৎ হবে। তাই আমাদের সবার দায়িত্ব শিশুদের ছোটবেলা থেকেই বই পড়ানোর অভ্যাস গড়ে তোলা। বিশেষ করে যাদের বই কেনার সামর্থ্য নেই, তাদের বই উপহার দিয়ে পাঠাভ্যাস গড়ে তুলতে হবে।’
ঝালকাঠি বন্ধুসভার উদ্যোগে সমাজের পিছিয়ে পড়া শিশুদের মধ্যে বই উপহার কর্মসূচিতে এ কথা বলেন বন্ধু শাকিল হাওলাদার। ২২ নভেম্বর জেলা শহীদ মিনার প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়। শিশুদের মধ্যে ছড়া, কবিতা, ধর্ম, মনীষীদের জীবনী, গল্পের বইসহ বিভিন্ন ধরনের ২০০ বই বিতরণ করা হয়।
উপহার পেয়ে উচ্ছ্বসিত হয় শিশুরা। পাঁচ বছর বয়সী মোসা. সওদা বলে, ‘মটু–পাতলুর বইটা অনেক সুন্দর। বইয়ের ভেতর ফুল, পাখি, ফলের ছবি আছে।’
সাত বছর বয়সী সোহান বলে, ‘ইসলামিক বই ও বিভিন্ন গল্পের বই পেয়ে খুশি লাগছে।’
শহীদ মিনারে অনেক শিশুর সঙ্গে আসেন তাদের অভিভাবকেরা। ইসরাত জাহান (২৭) নামের এক অভিভাবক বলেন, ‘বইগুলোর মান ভালো। শিশুদের জন্য সময়োপযোগী বই। শিশুদের মানসিক বুদ্ধি বিকাশের জন্য বইগুলো দারুণ। এমন আয়োজনের জন্য বন্ধুসভাকে ধন্যবাদ জানাই।’
কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি কবিতা চক্রের সাধারণ সম্পাদক আল আমীন বাকলাই। শিশুদের উদ্দেশে তিনি বলেন, ‘বায়ান্নর ভাষা শহীদদের স্মৃতি রক্ষার্থে এই শহীদ মিনার। ভাষাযুদ্ধ ও স্বাধীনতাযুদ্ধের স্মৃতিধন্য এই শহীদ মিনার মায়ের মতো পবিত্র। আমরা এখানে জুতা নিয়ে উঠব না। এখানে বসে খারাপ কথা বলব না।’
এ সময় আরও উপস্থিত ছিলেন ঝালকাঠি বন্ধুসভার সাধারণ সম্পাদক বীথি শর্মা বণিক, বন্ধু উজ্জ্বল রহমান, মাহমুদ হাসান, শিমুল হোসাইন, গোলাম রাব্বি, তন্বী আক্তার, সোহান হোসেন, মোছা. হিয়াসহ অন্য বন্ধুরা।
সাধারণ সম্পাদক, ঝালকাঠি বন্ধুসভা