উষ্ণ ভালোবাসা ছড়ালেন এমসি কলেজ বন্ধুসভার বন্ধুরা

রাতে সিলেট নগরীর কিনব্রিজ এলাকায় শ্রমজীবী মানুষের হাতে হাতে কম্বল পৌঁছে দেন এমসি কলেজ বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

নতুন বছরের শুরুতেই তীব্র শীতে সবাই জড়সড়। সামাজিক মানুষ হিসেবে সব সময় পরস্পরের দুর্যোগ-সংকটে পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। আমরা যদি একে অপরের প্রতি সহযোগিতার হাত প্রসারিত করতে পারি, তাহলে পৃথিবীটা হয়ে উঠবে সুন্দর আবাসভূমি। শীতের তীব্রতা থেকে একটু উষ্ণ ভালোবাসা ছড়িয়ে দেওয়ার জন্য শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে এমসি কলেজ বন্ধুসভা।

প্রথম ধাপে ২৩ জানুয়ারি সকাল ১০টায় সিলেটের মুরারিচাঁদ কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। দ্বিতীয় ধাপে ২৪ জানুয়ারি রাতে নগরীর কিনব্রিজ এলাকার রাস্তায় ঘুমন্ত মানুষের কাছে কম্বল পৌঁছে দেন বন্ধুরা।

এমসি কলেজ বন্ধুসভার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
ছবি: বন্ধুসভা

উপদেষ্টা মোহাম্মদ বিলাল উদ্দিন বলেন, ‘বন্ধুসভার বন্ধুরা নিজেদের উৎকর্ষ সাধন ও মানবিক কাজের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখছে। ভালোর সঙ্গে আলোর পথে তোমাদের এ যাত্রা আরও দীর্ঘ ও মসৃণ হোক।’

নতুন কম্বল পেয়ে খুশি হয়ে ছোট্ট শিশু আজাদ বলে, ‘আমার আব্বা অসুস্থ হওয়ায় কেউ কষ্ট দেখে না। আজকু আমার একটুও শীত লাগত নায় ভাইয়া।’

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপদেষ্টা নিকসন দাস, সুজন তালুকদার, সাবেক সভাপতি সুমন মিয়া, সাবেক সাধারণ সম্পাদক রুহেল আহমদ, বর্তমান সভাপতি মেহেদী হাসান, সহসভাপতি উত্তম ঘোষ, রুবেল ফারহিন, সাধারণ সম্পাদক লিমা তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক প্রজ্ঞা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক উদয় সরকার, দপ্তর সম্পাদক শারমিন লিপি, প্রচার সম্পাদক তাপস শীল, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক সামিয়া আক্তার, বইমেলা সম্পাদক বদরুল আলম চৌধুরী, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক মোহাম্মদ জাবের, কার্যনির্বাহী সদস্য পাহেল মিয়া, বন্ধু ইভা সিদ্দিকী, জীবন বিশ্বাসসহ অন্য বন্ধুরা।

দুর্যোগ ও ত্রাণ সম্পাদক, এমসি কলেজ বন্ধুসভা