লেখালেখি ও সাংবাদিকতা, আবৃত্তি ও উচ্চারণ, উপস্থাপনা এবং স্বাস্থ্যসচেতনতা বিষয়ে অর্ধদিনব্যাপী কর্মশালা করেছে বরিশাল বন্ধুসভা। ১১ ডিসেম্বর বরিশাল বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের সেমিনার কক্ষে এটি অনুষ্ঠিত হয়। সকাল নয়টায় শুরু হয়ে কর্মশালা চলে বেলা দেড়টা পর্যন্ত।
এর আগে সকাল আটটা থেকেই অংশগ্রহণকারী বন্ধুদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে সেমিনার কক্ষ। উপহারসামগ্রী প্রদান ও সকালের নাশতা শেষে শুরু হয় মূল পর্ব। স্বাগত বক্তব্য দেন বরিশাল বন্ধুসভার সভাপতি নাঈম ইসলাম।
প্রথম সেশনে স্বাস্থ্যসচেতনতা নিয়ে আলোচনা করেন সরকারি ব্রজমোহন কলেজের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক শিশির চন্দ্র পাইক। আলোচনার পাশাপাশি তিনি সবাইকে মেডিটেশন অনুশীলন করান এবং প্রাত্যহিক জীবনে নিয়মিত মেডিটেশন করার পরামর্শ দেন।
দ্বিতীয় সেশনটি পরিচালনা করেন ব্রজমোহন কলেজ ডিবেটিং ক্লাবের সাবেক সভাপতি ও বিতার্কিক নাঈম ইসলাম। এ সময় তিনি উপস্থাপনার বিভিন্ন কলাকৌশল, কীভাবে উপস্থাপনার শুরু ও শেষ করতে হয় এবং একজন ভালো উপস্থাপক হওয়ার উপায় নিয়ে প্রশিক্ষণ ও পরামর্শ দেন।
তৃতীয় সেশনে বন্ধুসভার কার্যক্রম ও বিতর্কের কলাকৌশল সম্পর্কে আলোচনা করেন বরিশাল বন্ধুসভার সাবেক প্রশিক্ষণ সম্পাদক ওমানা এ্যানজেলিনা। চতুর্থ সেশনটি ছিল আবৃত্তি ও উচ্চারণবিষয়ক। পরিচালনা করেন সরকারি ব্রজমোহন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এম এম তারিকুজ্জামান। বাংলা উচ্চারণের আদি-অন্ত ও আবৃত্তির কলাকৌশলের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তিনি।
সব শেষে ছিল লেখালেখি ও সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ। পরিচালনা করেন প্রথম আলো বরিশালের নিজস্ব প্রতিবেদক এম জসিম উদ্দীন। তিনি বন্ধুদের লেখার মান উন্নয়ন ও একজন মানুষ কীভাবে একজন ভালো লেখক হতে পারে, কীভাবে একজন সংবাদকর্মীর ঘটনার ভেতর থেকে সত্যতা খুঁজে বের করতে হয়, কীভাবে কোনো বিষয়কে লেখার মাধ্যমে সুন্দর ও সাবলীলভাবে মানুষের মধ্যে উপস্থাপন করতে হয়—এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি।
কর্মশালায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ, বন্ধুসভার উপদেষ্টা ইমরান শেখ, ডা. ইকবাল হোসেন আমান, ইলিয়াস হোসেন সুমন, আশ্রাফ খান ও মেশকাত হোসেন। তাঁরা বন্ধুদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল বন্ধুসভার সহসভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক নাইমা রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাইমুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. সফিউল্লাহ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক বেলাল হোসেন, কার্যনির্বাহী সদস্য জান্নাতুল ফেরদৌস, মো. আলিফ, বন্ধু আকবর মুবিন, মো. ইমরান ও মো. আরিফসহ অনেকে।
সাংগঠনিক সম্পাদক, বরিশাল বন্ধুসভা