কৃতী সংবর্ধনা পাওয়া একজন শিক্ষার্থীর জীবনের অত্যন্ত সুন্দর ও স্মৃতিময় মুহূর্ত। নিজের প্রচেষ্টা দিয়ে পড়াশোনা করে পরিবার ও শিক্ষকদের মুখে হাসি ফোটানো, প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করা—এমনকি নিজের ভবিষ্যৎ জীবনের সফলতার দরজায় পা দেওয়া সব শিক্ষার্থীরই জীবনের একটা লক্ষ্য। মায়েদের তো তুলনাই হয় না। মা তাঁর জীবনের অর্ধেকের বেশি সময় সন্তানের সুন্দর জীবন গড়ার চেষ্টায় ব্যয় করেন। নিজের চাওয়া–পাওয়াকে বিসর্জন দিয়ে সন্তানকে সুষ্ঠ-সুন্দর মানুষ হিসেবে গড়ে তোলার সবটুকু চেষ্টা করেন।
নোয়াখালীতে শিখো-প্রথম আলো জিপিএ-৫ কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন বক্তারা। গত ২৯ সেপ্টেম্বর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকেরাও উপস্থিত হন।
নোয়াখালী বন্ধুসভার সভাপতি আসিফ আহমেদ ও সাধারণ সম্পাদক উম্মে ফারহিনের সঞ্চালনায় সকাল ১০টায় মূল পর্ব শুরু হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক মুহম্মদ ইসমাইল, নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কাজী রফিকউল্যাহ, প্রথম আলোর বার্তা সম্পাদক ওমর কায়সার, প্রথম আলোর নোয়াখালীর নিজস্ব প্রতিবেদক মাহবুবুর রহমান। এ ছাড়া ছিলেন নোয়াখালী বন্ধুসভার উপদেষ্টা কামাল হোসেন, নিলয় মিলন, সুমন নূর ও নোয়াখালী জিলা স্কুলের সাবেক সহকারী শিক্ষক মাহফুজের রহমান।
শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন করে নোয়াখালী বন্ধুসভার সাংস্কৃতিক দল। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মাহবুবুর রহমান।
শিক্ষার্থীদের উদ্দেশে অধ্যাপক মুহম্মদ ইসমাইল বলেন, ‘তোমাদের পরিশ্রম করার মানসিকতা দৃঢ় করতে হবে। নৈতিকতা, অধ্যবসায় ও পরিশ্রমই তোমাদের সফলতার শীর্ষে নিয়ে যাবে। নিজেদের সঠিক মানুষ হিসেবে গড়ে তুলে দেশ ও জাতির সব কালি মুছে ফেলতে হবে।’
নোয়াখালী বন্ধুসভার উপদেষ্টা সুমন নূর শিক্ষার্থীদের মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ করান। এরপর কৃতী শিক্ষার্থীরা তাদের কৃতিত্বের পেছনের অনুপ্রেরণা এবং সংবর্ধনা পাওয়ার অনুভূতির কথা শেয়ার করে।
সাংস্কৃতিক পর্বে অংশ নেন নোয়াখালী বন্ধুসভার বন্ধুরা। অনুষ্ঠান বাস্তবায়নে কাজ করেন নোয়াখালী বন্ধুসভা ও নোবিপ্রবি বন্ধুসভার বন্ধুরা।
সাধারণ সম্পাদক, নোয়াখালী বন্ধুসভা