পুণ্ড্র ইউনিভার্সিটিতে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনছবি: বন্ধুসভা

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেছে পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভা। এ ছাড়া ছিল মতবিনিময় সভা ও বন্ধুদের মিলনমেলা। ৯ নভেম্বর বেলা ১১টায় পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে এটি অনুষ্ঠিত হয়।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপাচার্য অধ্যাপক চিত্তরঞ্জন মিশ্র, ডেপুটি পরিচালক মো. জাহেদুল আলম, ছাত্রকল্যাণ উপদেষ্টা মো. নাজমুল হক, এস্টেট কর্মকর্তা নজরুল ইসলাম, প্রক্টর সাব্বির হোসেনসহ আরও অনেকে। আরও ছিলেন প্রথম আলো বগুড়ার নিজস্ব প্রতিবেদক আনোয়ার পারভেজ, প্রথম আলোর ডিজিটাল কনটেন্ট ম্যানেজমেন্টের নির্বাহী নাফিউর নূর, বগুড়া বন্ধুসভার সভাপতি চন্দন কুমার রায়, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নকিব হাসান ও আল গালিব খাঁন।

৭ নভেম্বর অ আ ক খ স্কুলে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়
ছবি: বন্ধুসভা

পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। সাংস্কৃতিক পর্বে নৃত্য পরিবেশন করেন টিএমএসএস অটিজম ও প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থী তুলি, নজিয়া, আনিকা ও সুস্মিতা। তাদের অনবদ্য পরিবেশনা অনুষ্ঠানটিকে আরও হৃদয়স্পর্শী করে তোলে। পরে তাদের হাতে শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়। নৃত্য পরিচালনায় ছিলেন টিএমএসএস অটিজম ও প্রতিবন্ধী স্কুলের ক্রীড়া ও সাংস্কৃতিকপ্রধান সাইদ যুবায়ের। এ সময় উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক আরাফাত আলিফ ও তাসনিম খানম।

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীরা
ছবি: বন্ধুসভা

এর আগে ৭ নভেম্বর অ আ ক খ স্কুলে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিন বিজয়ী ছয়জনের হাতেও অতিথিরা শিক্ষাসামগ্রী বিতরণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক সোনিয়া দিপ্তী ও প্রশিক্ষণ সম্পাদক নিগম সেন।

বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি ফারহানা সুলতানা, সহসভাপতি সাদিয়া ইসলাম, সাধারণ সম্পাদক অর্পিতা মন্ডল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক নূরে তাসফিয়া, সাংস্কৃতিক সম্পাদক তন্ময় শেখ, পরিবেশ সম্পাদক মানস প্রতিম, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক তুষার চন্দ্র, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক আশিক মাহমুদ, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক নিশাত তাসনিম, কার্যনির্বাহী সদস্য অভিষেক সরকার, খালিদ হাসান, সাজ্জাদ হাসান, বন্ধু কামরুন্নাহার পুতুল, মুজাহিদুল হকসহ অনেকেই।

সভাপতি, পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভা