ডিজাইন এবং সৃজনশীলতার জগতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য ‘ডিজাইনালাপ: গ্রাফিক্স ডিজাইনের প্রাথমিক আলাপ’ শিরোনামে একটি কর্মশালা করেছে জাবি বন্ধুসভা। ৬ অক্টোবর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এটি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষক হিসেবে ছিলেন জাবি বন্ধুসভার সাবেক সহসভাপতি ইমরান হোসেন।
কর্মশালার শুরুতেই তিনি ডিজাইন এবং আর্টের মধ্যে পার্থক্য স্পষ্ট করে তুলে ধরেন। ইমরান হোসেন বলেন, ‘ডিজাইন সব সময় একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে করা হয়। যেখানে সৃজনশীলতা এবং প্রযুক্তি মিলে একটি কার্যকরী সমাধান তৈরি করে।’ তিনি আরও বলেন, ‘ডিজাইনের মূল উদ্দেশ্য হলো সঠিক বার্তা সঠিকভাবে পৌঁছে দেওয়া। যা শুধু শিল্পের সৌন্দর্যের মধ্যে সীমাবদ্ধ নয় বরং কার্যকর যোগাযোগের মাধ্যমও।’
এরপর তিনি গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে বহুল ব্যবহৃত সফটওয়্যার এডোবি ইলাস্ট্রেটরের বিভিন্ন টুলস ও তাদের কার্যকরী ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। ধাপে ধাপে কীভাবে একটি ডিজাইন তৈরি করা যায়, তা হাতে-কলমে দেখান এবং শিক্ষার্থীদের উৎসাহিত করেন নতুন ধারণা ও সৃজনশীল উপায়ে ডিজাইনিংয়ে মনোযোগী হতে।
কর্মশালার আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল সফট স্কিলের গুরুত্ব নিয়ে আলোচনা। যুগ্ম সাধারণ সম্পাদক নাফিস তাবাসসুম বলেন, ‘আজকের প্রতিযোগিতামূলক যুগে শুধু প্রযুক্তিগত দক্ষতা অর্জন করলেই হবে না, পাশাপাশি সফট স্কিল যেমন যোগাযোগ দক্ষতা, দলবদ্ধভাবে কাজ করার ক্ষমতা, সৃজনশীল সমস্যা সমাধানের ক্ষমতা এবং আত্মবিশ্বাসও অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ তিনি জোর দেন যে সফট স্কিল ছাড়া শুধু টেকনিক্যাল স্কিল দিয়ে চাকরি বা ক্যারিয়ারে দীর্ঘমেয়াদী সফলতা অর্জন করা কঠিন।
জাবি বন্ধুসভার সভাপতি সুমাইয়া জামান বলেন, ‘শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে বন্ধুসভা সব সময় প্রতিশ্রুতিবদ্ধ। আজকের ডিজাইনালাপ কর্মশালা ডিজাইনের মৌলিক ধারণা এবং আধুনিক ডিজাইন টুলের ব্যবহার শেখানোর পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা প্রকাশের একটি চমৎকার প্ল্যাটফর্ম তৈরি করেছে। বিশ্বাস করি, এই কর্মশালা অংশগ্রহণকারীদের আত্মবিশ্বাস বাড়াবে এবং তাদের ডিজাইন ক্যারিয়ারের একটি মজবুত ভিত্তি গড়ে তুলতে সহায়তা করবে।’
কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের নোটপ্যাড, কলম এবং চাবির রিং উপহার হিসেবে প্রদান করা হয়। সেশনে আরও উপস্থিত ছিলেন বন্ধুসভার সাধারণ সম্পাদক অনুপ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মৃদুল পাল, দপ্তর সম্পাদক ইমাম আল হাসান, সহসাংগঠনিক সম্পাদক শেখ হামিমসহ অন্যান্য বন্ধুরা।
যুগ্ম সাধারণ সম্পাদক, জাবি বন্ধুসভা