‘শিক্ষকরা আমাদের পরিবারের মতো আগলে রাখেন’

রাজশাহী বন্ধুসভার উদ্যোগে রাজশাহী আলোর পাঠশালায় বিশ্ব শিক্ষক দিবস পালনছবি: বন্ধুসভা

একটি আর্ট পেপার, যার নিচের অংশে লেখা ‘প্রিয় শিক্ষক, আমরা আপনাদের অনেক ভালোবাসি’। ওপরের অংশে লেখা ‘শিক্ষক দিবস-২০২৪’। সেই আর্ট পেপারেই নিজেদের হাতের ছাপ দিচ্ছে শিক্ষার্থীরা। ছাপ দেওয়া শেষে আর্ট পেপারটি তুলে দিচ্ছে শিক্ষকদের হাতে। এভাবেই শিক্ষকদের সম্মান জানাতে প্রতিবছরের মতো এ বছরও রাজশাহী বন্ধুসভা পালন করে শিক্ষক দিবস। প্রথম আলো ট্রাস্টের সহযোগিতায় ৬ অক্টোবর সকালে রাজশাহী আলোর পাঠশালায় এটি অনুষ্ঠিত হয়।

সকালে শিক্ষকেরা স্কুলে প্রবেশের সময় তাঁদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় পাঠশালার শিক্ষার্থীরা। হঠাৎ করে এভাবে ফুল পেয়ে আবেগআপ্লুত হয়ে পড়েন শিক্ষকেরা। ফুল দেওয়া শেষে শিক্ষকদের উপহার দেওয়ার জন্য শিক্ষার্থীরা আর্ট পেপারে নিজেদের হাতের ছাপ দেয়। নিজেদের মনের কথা তুলে ধরে চিঠি লেখে। কেউ কেউ নিজেদের জমানো টাকা দিয়ে শিক্ষকদের জন্য উপহার কিনে নিয়ে আসে।

শিক্ষক সম্পর্কে অনুভূতি জানতে চাইলে সপ্তম শ্রেণির শিক্ষার্থী হাফিজা বলে, ‘আমরা নিয়মিত এই স্কুলে আসি। স্কুলে পড়াশোনার পাশাপাশি অনেক আনন্দ করি। শিক্ষকেরা আমাদের পরিবারের মতো আগলে রাখেন, সন্তানের মতো যত্ন নেন।’

সপ্তম শ্রেণির শিক্ষার্থী কাজল বলে, ‘আমাকে প্রতিদিন দেড় ঘণ্টার পথ পাড়ি দিয়ে নদীর ওপার থেকে স্কুলে আসতে হয়। তারপরও নিয়মিত স্কুলে আসি। স্যার-ম্যামরা সব সময় পড়াশোনার জন্য উৎসাহ দেন। আমাদের পাশে থাকেন। যেকোনো প্রয়োজনে সাহায্য করেন। তাই স্কুলে আসতেও ভালো লাগে।’

নিজেদের হাতের ছাপ দেওয়া আর্ট পেপারে শিক্ষকদের নিয়ে অনুভূতি লিখছে এক শিক্ষার্থী
ছবি: বন্ধুসভা

রাজশাহী আলোর পাঠশালার সহকারী শিক্ষক মো. সারফরাদ শিক্ষার্থীদের এবং বন্ধুসভাকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আজকের দিনটা আমার অনেক ভালো লেগেছে। ভালো লাগার জায়গা শিক্ষকতা। সেই ভালো লাগা থেকেই নিজেকে এই পেশায় নিযুক্ত করা। আমি যত বড় হতে চেয়েছিলাম, হয়তো বা তত বড় হতে পারিনি। কিন্তু আমি চাই তোমরা তোমাদের নিজেদের লক্ষ্যে পৌঁছাও। আমি তোমাদের পথ দেখিয়ে তোমাদের লক্ষ্যে পৌঁছে দিতে চাই।’

রাজশাহী বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকা আক্তার শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘৫ অক্টোবর ছিল শিক্ষক দিবস। কিন্তু ওই দিন সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আমরা শিক্ষকদের ডাকতে পারিনি। ওই দিন শিক্ষকদের ডাকলে তারা আগেই বিষয়টা বুঝতে পারত। এতে তাদের আসল অনুভূতিটা প্রকাশ পেত না। তাই তাদের না জানিয়ে আজকের দিনে এই আয়োজন।’

এরপর কেক কাটার মধ্য দিয়ে শেষ হয় সকালের আয়োজন। বিকেলে রাজশাহী প্রথম আলো অফিসে ফুল দিয়ে শিক্ষক দিবসের শুভেচ্ছা জানানো হয় প্রথম আলো রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ, রাজশাহী বন্ধুসভার উপদেষ্টা ফারুক হোসেন, দুলারি খাতুন এবং রাজশাহী বন্ধুসভার সভাপতি মাসুদ রানাকে। বন্ধুরা তাঁদের শুভেচ্ছা জানান। আবুল কালাম মুহম্মদ আজাদ বন্ধুদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘হঠাৎ করে কেউ এসে এভাবে ফুল দিয়ে আমাকে শিক্ষক দিবসের শুভেচ্ছা জানাবে, সেটা ভাবতেও পারিনি। একজন শিক্ষক হিসেবে আজ নিজের জন্য গর্ববোধ হচ্ছে। আজকের দিনটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী বন্ধুসভার সাধারণ সম্পাদক উৎসব সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক তাহমিনা আক্তার, দপ্তর সম্পাদক সুশীল চন্দ্র, বন্ধু ইসরাত জাহান, রাজশাহী আলোর পাঠশালার প্রধান শিক্ষক রেজিনা খাতুন, সহকারী শিক্ষক খাদিজাতুল কুবরা, শুভ হাসান, নাসরিন খাতুন ও রহমত আলী।

সাধারণ সম্পাদক, রাজশাহী বন্ধুসভা