‘প্রথম আলোর নীতি জনকল্যাণমুখী’

চট্টগ্রামে প্রথম আলোর রজতজয়ন্তীর আয়োজনে আমন্ত্রিত অতিথিরা
ছবি: বন্ধুসভা

‘প্রথম আলোর কাছে আমাদের প্রত্যাশা বেশি বলেই অভিযোগও বেশি,’ বন্দরনগরীতে প্রথম আলোর রজতজয়ন্তীর আয়োজনে এ কথা বলেন বক্তারা। ৮ নভেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে ‘সত্যে তথ্যে ২৫’ স্লোগানে এটি অনুষ্ঠিত হয়। আয়োজনে সহযোগিতা করে চট্টগ্রাম বন্ধুসভা।

জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় আয়োজন। স্বাগত বক্তব্যে প্রথম আলোর যুগ্ম সম্পাদক কবি বিশ্বজিৎ চৌধুরী বলেন, ‘খারাপ কিছু হলে আমরা মন খারাপ করি, হতাশ হই। আবার ভালো জিনিসগুলোকে পুঁজি করে আমরা আশাবাদী হই। এই ভালো জিনিসগুলোকে সঙ্গে নিয়েই আমরা বলি হারবে না বাংলাদেশ। প্রাণবন্ত সমাজ গড়ার জন্য প্রথম আলোর প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

শুভেচ্ছা বক্তব্যে সচেতন নাগরিক কমিটির (সনাক) সাবেক সভাপতি দেলোয়ার হোসেন মজুমদার বলেন, ‘প্রথম আলো যেদিন ভূমিষ্ঠ হয়েছে, সেদিন থেকেই মানুষের মনে জায়গা করে নিয়েছে। প্রথম আলো শুরু থেকেই স্বাধীন থাকতে চেয়েছে বলেই তারা আজও নিরপেক্ষ। প্রথম আলোর নীতি জনকল্যাণমুখী। তাই তারা মানুষের ভালোবাসা পাচ্ছে। প্রথম আলোর সংবাদকর্মীরা সত্য তথ্য প্রকাশে আপসহীন। প্রথম আলোর কাছে আমাদের প্রত্যাশা বেশি বলেই অভিযোগও বেশি। আলোর বিপরীতে অন্ধকার। সেই অন্ধকার তাড়ানোর কাজ করছে প্রথম আলো।’

চট্টগ্রামে প্রথম আলোর রজতজয়ন্তীর আয়োজনে আমন্ত্রিত অতিথিরা
ছবি: বন্ধুসভা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মার্জিয়া খাতান বলেন, ‘প্রথম আলো এখন আর সংবাদপত্র নয়। প্রথম আলো এখন সামাজিক দায়বদ্ধতার জায়গা। প্রথম আলো একটা অনুপ্রেরণার নাম। প্রথম আলোর যে অনন্যতা আছে, সেটাকেই সবাই আলিঙ্গন করে।’ তরুণদের উদ্দেশে তিনি বলেন, ‘তরুণেরা অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়। ভয় না পেয়ে তরুণদের চ্যালেঞ্জকে মোকাবিলা করতে হবে। কোনোভাবেই হতাশ হওয়া যাবে না।’

অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্টগ্রাম বন্ধুসভার উপদেষ্টা জয়শ্রী দাশ ও শিহাব জিশান। শেষ দিকে কথামালা নিয়ে মঞ্চে আসেন চট্টগ্রাম বন্ধুসভার সহসভাপতি শাওন রায়। গানে গানে মঞ্চ মাতান নাটাই ব্যান্ডদলের ভোকাল আল তুষি। তাঁকে গিটারে সহযোগিতা করেন নাটাইয়ের গিটারিস্ট নাহিদ। ‘ধন ধান্যে পুষ্পে ভরা’ গান গেয়ে শুরু করেন তুষি। এরপর একে একে পরিবেশন করেন নাটাইয়ের নিজস্ব গান ‘বন্দী বাকশো’, লালন সংগীত ‘খাঁচার ভেতর অচিন পাখি’, আইয়ুব বাচ্চুর ‘হাসতে দেখো গাইতে দেখো’সহ বেশ কিছু গান। অনুষ্ঠানে ইপিক হেলথকেয়ার, ডেল্টা ইমিগ্রেশনসহ বেশ কিছু প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রথম আলোর জন্মদিন উপলক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

উপদেষ্টা, চট্টগ্রাম বন্ধুসভা