‘দারুচিনি দ্বীপ’ উপন্যাস নিয়ে নোয়াখালী বন্ধুসভার পাঠচক্র

নোয়াখালী বন্ধুসভার পাঠচক্রের আসরছবি: বন্ধুসভা

হুমায়ূন আহমেদ ছিলেন একজন ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার, গীতিকার, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা। তিনি বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিক। গুণী এই মানুষটির লেখা উপন্যাস ‘দারুচিনি দ্বীপ’ নিয়ে পাঠচক্রের আসর করেছে নোয়াখালী বন্ধুসভা। ২৭ সেপ্টেম্বর জেলা শিল্পকলা একাডেমি মুক্তমঞ্চে এটি অনুষ্ঠিত হয়।

পরিচয়পর্বের পর শুরু হয় মূল আলোচনা। প্রচার সম্পাদক সানি তামজিদ বইয়ের মূল বিষয়বস্তু তুলে ধরে বলেন, ‘দারুচিনি দ্বীপ’ হুমায়ূন আহমেদের অন্যতম জনপ্রিয় উপন্যাসগুলোর একটি। কাহিনি এগিয়ে গেছে কানা বাবা নামে খ্যাত শুভ্র ও তার বন্ধুদের প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে যাওয়াকে কেন্দ্র করে।

অর্থ সম্পাদক মাজরিহাতুন স্বর্ণা বলেন, উপন্যাসে শুভ্রর চরিত্রটি তাকে মোহিত করে।

পাঠচক্র শেষে নোয়াখালী বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

বন্ধু মালিহা বলেন, উপন্যাসে শুভ্র ও তার বন্ধুরা প্রবালদ্বীপে যাওয়ার পরিকল্পনা করে। কিন্তু তারা নানা সমস্যার সম্মুখীন হয়। কারণ, সবাই একই ক্লাসের বন্ধু হলেও আলাদা আলাদা সামাজিক পরিমণ্ডল থেকে এসেছে। এর মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যার বিষয়গুলোও ওঠে এসেছে।

সভাপতি আসিফ আহমেদ হুমায়ূন আহমেদের লেখার ভূয়সী প্রশংসা করেন এবং সবাইকে বেশি বেশি বই পড়ার আহ্বান জানান। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক উম্মে ফারহিন। পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শিমুল, বন্ধু ইমতিয়াজ দোলন, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক আরাফাত শিহাব, কার্যনির্বাহী সদস্য নয়ন কুরী, বন্ধু আল জাবেরসহ অন্যরা।

বন্ধু, নোয়াখালী বন্ধুসভা