চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার ফিচার লেখাবিষয়ক কর্মশালা

অনলাইনে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার ফিচার লেখাবিষয়ক কর্মশালা
সংগৃহীত

ফিচার লেখাবিষয়ক কর্মশালা করেছে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা। গত ২৭ ফেব্রুয়ারি রাত ৯টায় অনলাইনে এটি অনুষ্ঠিত হয়। আলোচক হিসেবে ছিলেন প্রথম আলো বন্ধুসভার ডিজিটাল কনটেন্ট সহকারী তাহসিন আহমেদ।

চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সহসভাপতি ফারাহ্ উলফাতের সঞ্চালনায় এক ঘণ্টাব্যাপী এ কর্মশালায় আরও বক্তব্য দেন সভাপতি আরাফাত মিলেনিয়াম ও অর্থ সম্পাদক আলীউজ্জামান নূর।

তাহসিন আহমেদ বলেন, ‘ফিচার ও সংবাদ এক নয়। সংবাদ প্রকাশ দ্রুততম সময়ের মধ্যে করতে হয়। অন্যদিকে ফিচারের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সময় নেই। যেকোনো বিষয়েই ফিচার লেখা যায়। এর কোনো ধরাবাঁধা নিয়ম নেই। তবে ফিচারের সব তথ্য হতে হবে সত্য এবং বিস্তারিত।’

অনলাইনে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার ফিচার লেখাবিষয়ক কর্মশালা

‘সবচেয়ে বড় কথা হলো ফিচার লিখতে হলে প্রথমে বেশি বেশি ফিচার পড়তে হবে। বিভিন্ন ধরনের ফিচার পড়তে হবে, বুঝতে হবে। শব্দভান্ডার সমৃদ্ধ করতে হবে। তাহলেই ফিচার লেখা সহজ হবে,’ যোগ করেন তিনি।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি মো. আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক মাশরুফা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাফিউল হাসান, সাংগঠনিক সম্পাদক আসিফ আহমেদ, সহসাংগাঠনিক সম্পাদক জাহিদ হাসান, প্রচার সম্পাদক নাজিফা আনজুম, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক জোবায়ের আহমেদ, প্রশিক্ষণ সম্পাদক উম্মে কুলসুম, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক সোনিয়া খাতুন, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক সাঈদ মাহমুদ, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক রাকিবুল হাসান, বইমেলা সম্পাদক মেরাজুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য আহমেদ ওয়ালিদ, সাকিল হোসেন, বন্ধু রামিজ আহমেদ, সাকিব ইসলাম, মুশফিক মাহাদী, আবদুল্লাহ আল মারুফ, আলী আসগারসহ অন্য বন্ধুরা।

অর্থ সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা