পাঠচক্রে হুমায়ূন আহমেদের ‘তোমাদের এই নগরে’

পার্বতীপুর বন্ধুসভার পাঠচক্র
ছবি: বন্ধুসভা

হিমুর পাশের রুমের সদস্য জয়নাল সাহেব গভীর রাতে হিমুর ঘরে ঢুকে বিস্কুট খান, সিগারেট খান। কারণ, তাঁর অনিদ্রা রোগ আছে। রাতে ঘুমানোর জন্য নানা ধরনের চিকিৎসা করেছেন। টোটকা, কবিরাজি, বোনাজি, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি কোনোটাই বাদ রাখেননি। তবে কাজের কাজ হয়নি। ২১ বছর ধরে তিনি রাতে ঘুমান না।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সৃষ্ট চরিত্রগুলোর মধ্যে হিমু অন্যতম। হিমু সিরিজের প্রথম বই হলো ‘ময়ূরাক্ষী’। আর ১০ম বই হলো ‘তোমাদের এই নগরে’। ৩ মার্চ বইটি নিয়ে পাঠচক্র করেছে পার্বতীপুর বন্ধুসভা।

পাঠচক্রে উপস্থিত ছিলেন পার্বতীপুর বন্ধুসভার সভাপতি মাহফুজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তৌফিক ইসলাম, অর্থসম্পাদক শংকর মাহাতো, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক আফিফ হোসেন, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক মারিয়া জামান, বন্ধু আহমেদ ওমর, হামিম বিন লাজিম, রিশাত হাসান, সানজিদা ইসলাম, ফাতেমাতুজ জোহরা প্রমুখ।

সাধারণ সম্পাদক, পার্বতীপুর বন্ধুসভা