রাবি বন্ধুসভার উদ্যোগে বিদেশে উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার
বিদেশে উচ্চশিক্ষা নিয়ে বিস্তর তথ্য–উপাত্ত বা কোনো আলোচনা না থাকায় জায়গাটিতে শিক্ষার্থীদের বড় একটা গ্যাপ তৈরি হয়েছে। সেই দিকটি বিবেচনা করে রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা আয়োজন করেছে বিদেশে উচ্চশিক্ষাবিষয়ক অনলাইন ফ্রি সেমিনার।
গত ২৮ জানুয়ারি রাত ৯টায় সাধারণ সম্পাদক সুমাইয়া জেসমিনের সঞ্চালনায় ‘ইউনেস্কোর স্কলারশিপ নিয়ে চীনে উচ্চশিক্ষা’ শিরোনামে এটি অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা জানতে পেরেছেন বিদেশে পড়াশোনার জন্য কী কী প্রয়োজন, কীভাবে প্রস্তুতি নিতে হবে, প্রস্তুতির পর আবেদনপ্রক্রিয়া কেমন হবে সহ প্রয়োজনীয় সব তথ্য।
রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার ফেসবুক পেজে প্রচারিত এই সেমিনারে আলোচক হিসেবে ছিলেন ইউনিভার্সিটি অব চাইনিজ একাডেমি ও সায়েন্স বেইজিংয়ের পিএইচডি গবেষক খান রাজিব রাজ। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী।
উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশ যেতে চাইলে আগে থেকেই একটি সুনির্দিষ্ট পরিকল্পনা করতে হবে। অন্তত এক বছর আগে থেকেই সেই পরিকল্পনা শুরু করতে হবে। কারণ, রাতারাতি বিদেশে উচ্চশিক্ষার জন্য যাওয়া যায় না। সুনির্দিষ্ট পরিকল্পনা ও পর্যাপ্ত প্রস্তুতি সফলতা এনে দিতে সাহায্য করবে। সেই সঙ্গে নিজের আর্থিক সামর্থ্য বুঝে শহর ও বিশ্ববিদ্যালয় বাছাই করতে হবে।
সাংগঠনিক সম্পাদক, রাবি বন্ধুসভা