ঈদের খুশি ভাগ করে নিতে সৈয়দপুর বন্ধুসভার বন্ধুরা ৫০ জন সুবিধাবঞ্চিত শিশুর হাতে উপহার হিসেবে তুলে দিয়েছেন একটি করে রঙিন জামা। ১ এপ্রিল নীলফামারীর সৈয়দপুর উচ্চবিদ্যালয় মাঠে এগুলো বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রম সঞ্চালনা করেন বইমেলা সম্পাদক আসাদুজ্জামান। স্বাগত বক্তব্য দেন সভাপতি শ্রাবণী আক্তার। এ সময় আরও বক্তব্য দেন ফাতিমা পারভিন, হোসনে আরা লিপি, শিউলি বেগম, প্রথম আলোর প্রতিনিধি এম আর আলম ঝন্টু।
আরও উপস্থিত ছিলেন বন্ধু আয়শা আফিয়া, রাকিব হাসান, রাফাত হোসেন চৌধুরী, গুঞ্জন মাহমুদ, তাহমিন আরিফ, শামীম আল সাজিদ, লিয়ন খান, সাব্বির আহমেদ, রাজু আহমেদসহ অন্য বন্ধুরা।