স্বাধীনতা দিবসে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

কুইজ প্রতিযোগিতায় মনোযোগী দুই শিশুশিক্ষার্থীছবি: স্বদেশ বিশ্বাস

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতার ঘোষণা দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর ডাকে সাড়া দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন লাখো মুক্তিকামী বাঙালি। সেইসব বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের স্মরণে রাজধানীর মিরপুরের ঊষা শিক্ষা নিকেতনে কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে মিরপুর বন্ধুসভা।

২৬ মার্চ সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা ভেন্যুতে আসা শুরু করে। সকাল সাড়ে ১০টায় জাতীয় পতাকা উত্তোলন ও সম্মিলিত জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। মিরপুর বন্ধুসভার বন্ধুদের সঙ্গে গলা মিলিয়ে জাতীয় সংগীত পরিবেশন করেন শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিরা। জাতীয় পতাকা উত্তোলন করেন ঊষা শিক্ষা নিকেতনের অধ্যক্ষ রুবেল হোসেন ও মিরপুর বন্ধুসভার সভাপতি অপূর্ব বড়ুয়া।

শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে প্রবেশের পর নির্ধারিত সময়ে শুরু হয়ে যায় কুইজ প্রতিযোগিতা। সিনিয়র ও জুনিয়র—দুটি গ্রুপে আলাদাভাবে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঊষা শিক্ষা নিকেতনের অন্তত ৫০ শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

ঊষা শিক্ষা নিকেতনের শিক্ষার্থীদের সঙ্গে মিরপুর বন্ধুসভার বন্ধুরা
ছবি: স্বদেশ বিশ্বাস

কুইজ প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত হয় আলোচনা পর্ব। মিরপুর বন্ধুসভার পাঠাগার ও পাঠচক্র সম্পাদক অরুপ বড়ুয়ার সঞ্চালনায় বক্তব্য দেন ঊষা শিক্ষা নিকেতনের মহাপরিচালক মো. শফিকুল ইসলাম, অধ্যক্ষ মো. রুবেল হোসেন ও সিনিয়র শিক্ষক সাজেদা আক্তার। এর আগে স্বাগত বক্তব্য দেন অর্থ সম্পাদক সাজ্জাদ হোসেন ও অতিথি মো. শের আলী।

শফিকুল ইসলাম বলেন, ‘এই আয়োজনের মাধ্যমে ১৯৭১ সালের স্বাধীনতার ইতিহাসকে শিক্ষার্থীদের মধ্যে স্মরণ করিয়ে দেওয়া হলো। ভবিষ্যৎ প্রজন্ম বাংলাদেশের স্বাধীনতার প্রকৃত ইতিহাস সম্পর্কে জানতে পেরেছে। মিরপুর বন্ধুসভাকে ধন্যবাদ জানাই এমন একটি সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য।’

রুবেল হোসেন বলেন, ‘দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জিত আমাদের এ স্বাধীনতা। দিনটি উপলক্ষে মিরপুর বন্ধুসভার এ আয়োজন সত্যিই প্রশংসনীয়। কুইজ প্রতিযোগিতার মাধ্যমে যেমন আমাদের শিক্ষার্থীদের মেধাবিকাশের সুযোগ তৈরি হয়েছে, তেমনি ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার রূপকার সম্পর্কে অবগত হতে পেরেছে। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমাদের বর্তমান প্রজন্মকে এই মহান গুরুদায়িত্ব গ্রহণ করতে হবে।’

বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের স্মরণে রাজধানীর মিরপুরের ঊষা শিক্ষা নিকেতনে কুইজ প্রতিযোগিতা
ছবি: স্বদেশ বিশ্বাস

সাংস্কৃতিক পর্বে দ্বৈতকণ্ঠে কবিতা আবৃত্তি করেন ঊষা শিক্ষা নিকেতনের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ও নুসরাত আক্তার। দ্বৈত গান পরিবেশন করেন মিরপুর বন্ধুসভার সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম ও তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইসরাত জাহান।

কুইজ প্রতিযোগিতায় সিনিয়র ও জুনিয়র—দুটি গ্রুপে আলাদাভাবে চারজনকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

এর আগে গত মাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনলাইনে একটি রচনা প্রতিযোগিতার আয়োজন করেছিলেন মিরপুর বন্ধুসভা। সেখানে দুজনকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীরা হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধু তানজিলা আক্তার ও মিরপুর বন্ধুসভার বন্ধু সাজেদুর রহমান। তাঁদের দুজনকেও পুরস্কৃত করা হয়।

মিরপুর বন্ধুসভার সভাপতি অপূর্ব বড়ুয়া বলেন, ‘শিক্ষার্থীরা আগামীর ভবিষ্যৎ। তারাই একদিন নেতৃত্ব দেবে দেশকে। তাই তাদের সুন্দরভাবে গড়ে তোলা আমাদের একান্ত দায়িত্ব ও কর্তব্য।’ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক কানন হোসেন, প্রচার সম্পাদক যুবাইর বীন আহমদ, প্রশিক্ষণ সম্পাদক আশিকুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক সুমাইয়া আক্তার, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক সুমন মল্লিক, বন্ধু স্বদেশ বিশ্বাস, তাজনুবা নাহারসহ অন্যরা।

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, মিরপুর বন্ধুসভা