‘বাল্যবিবাহের কারণে আমরা প্রতিবছর অনেক শিক্ষার্থীকে আমাদের মাঝ থেকে হারিয়ে ফেলি। অনেক শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ বাল্যবিবাহের কারণে নষ্ট হচ্ছে। সবাইকে একত্র হয়ে এটি প্রতিহত করতে হবে। এর জন্য জনসচেতনতা অন্যতম প্রধান মাধ্যম। বন্ধুসভার এই কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করবে।’
চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উদ্যোগে বাল্যবিবাহ, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয় বিষয়ে নাটিকা প্রদর্শন ও আলোচনা সভায় এ কথা বলেন চাঁপাইনবাবগঞ্জ আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন-অর-রশিদ। ২০ নভেম্বর বিদ্যালয়টির শিক্ষার্থীদের নিয়ে এটি অনুষ্ঠিত হয়। সহযোগিতা করে আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফ ও জেলা প্রশাসন।
বেলা একটায় আদর্শ উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সভাপতি আরাফাত মিলেনিয়াম বলেন, ‘বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির জন্য নানামুখী কর্মসূচি গ্রহণ করেছে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা। তারই ধারাবাহিকতায় আজকে নাটিকা প্রদর্শন এবং আলোচনা সভা। নাটিকার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বাল্যবিবাহের কুফল এবং প্রতিকারের প্রয়োজনীয় ব্যবস্থাগুলো ফুটিয়ে তোলা হয়েছে। বন্ধুসভার এ ধরনের ভালো কাজের ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ আদর্শ উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম ও উম্মে আতিয়া। সার্বিক সহযোগিতা করেন চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার বন্ধু নাজিফা আনঝুম, মেঘলা খাতুন, মঈন আহমেদ, রাকিবুল হাসান, সাকিব ইসলাম, শাকিল হোসেন, আহমেদ ওয়ালিদ, সৈয়দ নাফিউল হাসানসহ অন্যরা।
জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা