যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদ্যাপন করল ফেনী বন্ধুসভা
যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদ্যাপন করেছে ফেনী বন্ধুসভা। ১৬ ডিসেম্বর সকালে বন্ধুরা বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ফেনী বন্ধুসভার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, সভাপতি বিজয় নাথ, কার্যনির্বাহী সদস্য শেখ আশিকুন্নবী, আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান চৌধুরী, দপ্তর সম্পাদক আবদুল হান্নান, প্রচার সম্পাদক সাইফ উদ্দিন, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক নুর উদ্দিন ভূঁঞা, বন্ধু হারাধন নন্দী, রিশাত হোসেনসহ অন্য বন্ধুরা।
উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবু তাহের বলেন, ‘লক্ষকোটি মানুষের হৃদয়ে গাঁথা বেদনাসিক্ত এই মহান বিজয় দিবস।’
সাধারণ সম্পাদক, ফেনী বন্ধুসভা