কাজী নজরুল ইসলামের ‘বাঁধন–হারা’ একটি প্রবন্ধ সংকলন। যেখানে তিনি সমাজ, জীবন, প্রেম, বিদ্রোহ ও মানবতার নানা দিক তুলে ধরেছেন। এই বইয়ের রচনাগুলোয় নজরুলের স্বতন্ত্র চিন্তাধারা, তীব্র আবেগ ও বিপ্লবী মনোভাব প্রকাশ পেয়েছে।
বইটি নিয়ে পাঠের আসর করেছে সিরাজগঞ্জ বন্ধুসভা। ২৫ ফেব্রুয়ারি সিরাজগঞ্জ সরকারি কলেজে এটি অনুষ্ঠিত হয়।
বইটি নিয়ে আলোচনা করেন বন্ধু আলহাম উদ্দিন। আলোচনায় উঠে আসে যে ‘বাঁধন–হারা’ বইটি মূলত নজরুল ইসলামের মুক্তচিন্তার প্রতিফলন। এতে তিনি প্রচলিত সমাজব্যবস্থা, রক্ষণশীলতা, ধর্মান্ধতা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তীব্র কণ্ঠে প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে প্রেম, সৌন্দর্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার বার্তা দিয়েছেন। তাঁর রচনাগুলো কখনো বিদ্রোহী, কখনো করুণ, কখনো রোমান্টিক—সব মিলিয়ে এক শক্তিশালী সাহিত্যিক প্রকাশ।
সাধারণ সম্পাদক নয়ন খান বলেন, ‘সমাজের অন্যায়, অবিচারের বিরুদ্ধে কবি নজরুল ইসলামের কলম ছিল নির্ভীক। আমাদেরও তাঁর মতো হওয়ার চেষ্টা করতে হবে।’
পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক নাইম সেখ, সাংগঠনিক সম্পাদক জুনায়েদ বাবু, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক তৌফিক মাহমুদ, প্রশিক্ষণ সম্পাদক আনেন নাইম, বন্ধু কাউসার সেখসহ অন্যরা।
সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ বন্ধুসভা