নীলফামারী বন্ধুসভার উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বঙ্গবন্ধু ও জাতীয় শিশু দিবস নিয়ে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাছবি: প্রথম আলো

১৭ মার্চ জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী। দিনটি উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে নীলফামারী বন্ধুসভা। ৯ মার্চ শহরের হাসপাতাল সড়কের স্মার্ট চাইল্ড কেয়ার সেন্টারে এটি অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার বিষয় ছিল ‘বঙ্গবন্ধু ও জাতীয় শিশু দিবস’। অংশ নেওয়া ৩৫ শিশুকে চারটি গ্রুপে ভাগ করে চিত্রাঙ্কনের বিষয় নির্ধারণ করে দেওয়া হয়। প্লে থেকে নার্সারি এবং প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত ছিল দেশ ও উন্মুক্ত। চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণির শিশুদের জন্য ছিল বঙ্গবন্ধু ও শিশু দিবস।

এমন আয়োজন করায় নীলফামারী বন্ধুসভাকে ধন্যবাদ জানিয়ে স্মার্ট চাইল্ড কেয়ার সেন্টারের শিক্ষক পায়েল রায় বলেন, ‘প্রতিষ্ঠানের শিশুরা এমন উৎসাহ পেলে সামনে আরও ভালো কিছু করতে পারবে। তারা তাদের আঁকাআঁকির মাধ্যমে আমাদের বাস্তব চিত্র ফুটিয়ে তুলতে পারবে।’

পুরস্কার হাতে বিজয়ীরা
ছবি: প্রথম আলো

শিমুলবাড়ি বঙ্গবন্ধু কলেজের প্রভাষক প্রতাপ শর্মা বলেন, ‘আমার মেয়ে প্রাচী প্রাক্‌–প্রাথমিকে পড়ে। প্রথম আলো বন্ধুসভার এমন আয়োজনকে সাধুবাদ জানাই।’ অভিভাবক শিলা রানী রায় বলেন, ‘আমার মেয়ে চতুর্থ শ্রেণিতে পড়ে। জেলার এসব আয়োজনে সে অংশগ্রহণ করে। সে সব বিষয়ে পারদর্শী। নীলফামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে।’

প্রতিযোগিতা শেষে ৩৫ শিশুকে চারটি গ্রুপে ভাগ করে প্রতি গ্রুপে তিনজন করে মোট ১২ জনকে উপহার দেওয়া হয়। এ ছাড়া অংশগ্রহণকারী সব শিশুকে সৌজন্য পুরস্কার হিসেবে একটি করে রবার ও পেনসিল উপহার দেন বন্ধুরা।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নীলফামারী বন্ধুসভার সভাপতি রুবি আক্তার, সহসভাপতি নিপুন রায়, সাধারণ সম্পাদক আরিফ ফয়সাল, সাংগঠনিক সম্পাদক গোকুল রায়, দপ্তর সম্পাদক তন্ময় রায়, সাংস্কৃতিক সম্পাদক তামান্না ইসলাম, জুয়েল ইসলাম, সাজিদ ইসলামসহ অন্য বন্ধুরা।