‘যখন নামিবে আঁধার’ নিয়ে মিরপুর বন্ধুসভার পাঠচক্র
হুমায়ূন আহমেদের কালজয়ী উপন্যাস ‘যখন নামিবে আঁধার’ নিয়ে পাঠচক্র করে রাজধানীর মিরপুর বন্ধুসভা। ৩০ জুলাই এটি অনুষ্ঠিত হয়।
পাঠাগার ও পাঠচক্র সম্পাদক নাসরিন আক্তারের সঞ্চালনায় পাঠ আলোচনায় অংশ নেন সহসভাপতি আশিকুর রহমান, সাধারণ সম্পাদক যুবাইর বীন আহমদ ও যুগ্ম সাধারণ সম্পাদক ইশরাত জাহান। তাঁদের আলোচনায় উঠে এসেছে জীবনের গভীর দৃষ্টিভঙ্গি, অনুভূতি এবং বাস্তবতার নানা রূপ।
পাঠচক্রে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ লিখন, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক সায়াফ হাসান, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক কানন হোসাইন, কার্যনির্বাহী সদস্য মাহফুজুর রহমানসহ অন্য বন্ধুরা।
পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, মিরপুর বন্ধুসভা