‘যখন নামিবে আঁধার’ নিয়ে মিরপুর বন্ধুসভার পাঠচক্র

মিরপুর বন্ধুসভার পাঠচক্রের আসরছবি: বন্ধুসভা

হুমায়ূন আহমেদের কালজয়ী উপন্যাস ‘যখন নামিবে আঁধার’ নিয়ে পাঠচক্র করে রাজধানীর মিরপুর বন্ধুসভা। ৩০ জুলাই এটি অনুষ্ঠিত হয়।

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক নাসরিন আক্তারের সঞ্চালনায় পাঠ আলোচনায় অংশ নেন সহসভাপতি আশিকুর রহমান, সাধারণ সম্পাদক যুবাইর বীন আহমদ ও যুগ্ম সাধারণ সম্পাদক ইশরাত জাহান। তাঁদের আলোচনায় উঠে এসেছে জীবনের গভীর দৃষ্টিভঙ্গি, অনুভূতি এবং বাস্তবতার নানা রূপ।

মিরপুর বন্ধুসভার পাঠচক্রের আসর।

পাঠচক্রে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ লিখন, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক সায়াফ হাসান, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক কানন হোসাইন, কার্যনির্বাহী সদস্য মাহফুজুর রহমানসহ অন্য বন্ধুরা।

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, মিরপুর বন্ধুসভা